প্রকাশ্যে ক্ষমা চাইল রিয়াল মাদ্রিদ
স্পেনের ফুটবল মহল এখনও শোক সামলাতে পারেনি দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভার মর্মান্তিক মৃত্যু। সেই সংবেদনশীল বিষয়েই বড়সড় ভুল করে বসল রিয়াল মাদ্রিদ। ক্লাবের সাধারণ সভায় প্রদর্শিত শ্রদ্ধা-ভিডিওতে আসল আন্দ্রে সিলভার বদলে অন্য একজন ফুটবলারের ছবি ভেসে ওঠে—আর তা মুহূর্তেই সমালোচনার ঝড় তোলে।
রোববার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত সেই ভিডিওতে আন্দ্রে সিলভার জায়গায় দেখানো হয় এলচের ফুটবলার আন্দ্রে দা সিলভার ছবি। ঘটনা ধরা পড়তেই বিষয়টি নিয়ে সমালোচনা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
অবশেষে দায় স্বীকার করেছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। তিনি বলেন,“এটি আমাদের একটি প্রাতিষ্ঠানিক ভিডিওতে মানবিক ভুল ছিল। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”
রিয়াল মাদ্রিদের দিনটি মাঠেও খুব একটা স্বস্তির ছিল না। লা লিগায় এলচের মাঠে ২-২ ড্র করে জুড বেলিংহামের শেষ মুহূর্তের গোলে পয়েন্ট বাঁচায় লস ব্লাঙ্কোস। তবুও ড্রয়ের পরও শীর্ষস্থানে অবস্থান করছে তারা, দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার থেকে এক পয়েন্ট এগিয়ে।
শ্রদ্ধা জানানোর মতো সংবেদনশীল বিষয়ে এমন ভুল রিয়াল মাদ্রিদের মতো বিশ্বসেরা ক্লাবকে বেশ অস্বস্তিতে ফেলেছে। ক্ল
স্পেনের ফুটবল মহল এখনও শোক সামলাতে পারেনি দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভার মর্মান্তিক মৃত্যু। সেই সংবেদনশীল বিষয়েই বড়সড় ভুল করে বসল রিয়াল মাদ্রিদ। ক্লাবের সাধারণ সভায় প্রদর্শিত শ্রদ্ধা-ভিডিওতে আসল আন্দ্রে সিলভার বদলে অন্য একজন ফুটবলারের ছবি ভেসে ওঠে—আর তা মুহূর্তেই সমালোচনার ঝড় তোলে।
রোববার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত সেই ভিডিওতে আন্দ্রে সিলভার জায়গায় দেখানো হয় এলচের ফুটবলার আন্দ্রে দা সিলভার ছবি। ঘটনা ধরা পড়তেই বিষয়টি নিয়ে সমালোচনা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
অবশেষে দায় স্বীকার করেছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। তিনি বলেন,“এটি আমাদের একটি প্রাতিষ্ঠানিক ভিডিওতে মানবিক ভুল ছিল। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”
রিয়াল মাদ্রিদের দিনটি মাঠেও খুব একটা স্বস্তির ছিল না। লা লিগায় এলচের মাঠে ২-২ ড্র করে জুড বেলিংহামের শেষ মুহূর্তের গোলে পয়েন্ট বাঁচায় লস ব্লাঙ্কোস। তবুও ড্রয়ের পরও শীর্ষস্থানে অবস্থান করছে তারা, দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার থেকে এক পয়েন্ট এগিয়ে।
শ্রদ্ধা জানানোর মতো সংবেদনশীল বিষয়ে এমন ভুল রিয়াল মাদ্রিদের মতো বিশ্বসেরা ক্লাবকে বেশ অস্বস্তিতে ফেলেছে। ক্লাবের ক্ষমা প্রার্থনায় বিতর্ক কিছুটা থামলেও, সমর্থকদের হতাশা এখনও রয়ে গেছে।