প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ২৯৮টি নির্বাচনি আসনে প্রতিদ্বন্দ্বী ১ হাজার ৯৭৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তারা এই প্রতীক বরাদ্দ দেন। এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বাসসকে বলেন, বিকেল ৫টার মধ্যে সব আসনে প্রতীক বরাদ্দের কাজ শেষ হয়েছে। প্রতীক বরাদ্দের পর রিটার্নিং কর্মকর্তারা কোন আসনে কতজন প্রার্থী রয়েছেন, তা নির্বাচন কমিশনকে জানাবেন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা সংক্রান্ত ফরম-৫ পূরণ করে পাঠাবেন। এসব তথ্যের ভিত্তিতে ব্যালট পেপার ছাপানো হবে। বৃহস্পতিবার থেকেই ব্যালট পেপার ছাপানোর কাজ শুরু হতে পারে বলে জানান তিনি। প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ায় আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন বলেও জানান রুহুল আমিন মল্লিক। ইসির রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী, ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে থেকে নির্বাচনি

প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ২৯৮টি নির্বাচনি আসনে প্রতিদ্বন্দ্বী ১ হাজার ৯৭৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তারা এই প্রতীক বরাদ্দ দেন।

এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বাসসকে বলেন, বিকেল ৫টার মধ্যে সব আসনে প্রতীক বরাদ্দের কাজ শেষ হয়েছে। প্রতীক বরাদ্দের পর রিটার্নিং কর্মকর্তারা কোন আসনে কতজন প্রার্থী রয়েছেন, তা নির্বাচন কমিশনকে জানাবেন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা সংক্রান্ত ফরম-৫ পূরণ করে পাঠাবেন। এসব তথ্যের ভিত্তিতে ব্যালট পেপার ছাপানো হবে। বৃহস্পতিবার থেকেই ব্যালট পেপার ছাপানোর কাজ শুরু হতে পারে বলে জানান তিনি।

প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ায় আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন বলেও জানান রুহুল আমিন মল্লিক।

ইসির রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী, ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে থেকে নির্বাচনি প্রচার শুরু করা যাবে এবং ভোট গ্রহণ শুরুর আগের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচারণা বন্ধ করতে হবে।

ইসি কর্মকর্তারা জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে পাবনা-১ ও পাবনা-২ আসন বাদে মোট ২৯৮টি আসনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে ১ হাজার ৯৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩০০ আসনে মোট ২ হাজার ৫৮০টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে ১ হাজার ৮৫৫টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৫টি বাতিল হয়। বাতিলের বিরুদ্ধে ৬৪৫ জন আপিল করলে শুনানি শেষে ৪৩৭ জন প্রার্থিতা ফিরে পান। পরে নির্ধারিত সময়ে ৩০৫ জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেন।

তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow