প্রথম বিভাগ ক্রিকেট লিগ চালুর সিদ্ধান্ত বিসিবির

অবশেষে প্রথম বিভাগ ক্রিকেট লিগ চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১১ ডিসেম্বর লিগ শুরুর প্রস্তুতি নিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। ৫ ও ৬ ডিসেম্বর লিগ সামনে রেখে ক্লাবগুলোকে নতুন করে দলবদলের সুযোগ দিচ্ছে তারা।   ‍ শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ক্লাবগুলোর প্রতিনিধিদের সঙ্গে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলসহ অন্য পরিচালকদের বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিদ্রোহী ক্লাবগুলোর প্রতিনিধিদের বৈঠকে উপস্থিত হতে দেখা যায়নি। বিসিবি সূত্রে জানা গেছে, দলবদলে যেসব ক্লাব অংশ নেবে, তাদের নিয়েই শুরু হবে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। তবে যেসব ক্লাব অংশ নেবে না, সেসব ক্লাবকে নতুন করে টানতে লিগ আর পেছানো হবে না। প্রয়োজনে ওইসব ক্লাবের খেলোয়াড়দের নিয়ে আলাদা টুর্নামেন্ট আয়োজন করবে বোর্ড। এ নিয়মেই বাকি লিগগুলোও করার পরিকল্পনা সিসিডিএমের। যদিও ৭৬টি ক্লাবের মধ্যে প্রায় ৪৩টিই বয়কটের সিদ্ধান্তে অটল। তবে মোহামেডান পক্ষ থেকে সবুজ সংকেত পেয়েছেন বলে জানিয়েছেন আমিনুল ইসলাম। বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে ক্লাবের গুরুত্ব অপরিসীম। তাই ক্লাবগুলো

প্রথম বিভাগ ক্রিকেট লিগ চালুর সিদ্ধান্ত বিসিবির

অবশেষে প্রথম বিভাগ ক্রিকেট লিগ চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১১ ডিসেম্বর লিগ শুরুর প্রস্তুতি নিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। ৫ ও ৬ ডিসেম্বর লিগ সামনে রেখে ক্লাবগুলোকে নতুন করে দলবদলের সুযোগ দিচ্ছে তারা। 
 ‍
শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ক্লাবগুলোর প্রতিনিধিদের সঙ্গে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলসহ অন্য পরিচালকদের বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিদ্রোহী ক্লাবগুলোর প্রতিনিধিদের বৈঠকে উপস্থিত হতে দেখা যায়নি।

বিসিবি সূত্রে জানা গেছে, দলবদলে যেসব ক্লাব অংশ নেবে, তাদের নিয়েই শুরু হবে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। তবে যেসব ক্লাব অংশ নেবে না, সেসব ক্লাবকে নতুন করে টানতে লিগ আর পেছানো হবে না। প্রয়োজনে ওইসব ক্লাবের খেলোয়াড়দের নিয়ে আলাদা টুর্নামেন্ট আয়োজন করবে বোর্ড। এ নিয়মেই বাকি লিগগুলোও করার পরিকল্পনা সিসিডিএমের। যদিও ৭৬টি ক্লাবের মধ্যে প্রায় ৪৩টিই বয়কটের সিদ্ধান্তে অটল। তবে মোহামেডান পক্ষ থেকে সবুজ সংকেত পেয়েছেন বলে জানিয়েছেন আমিনুল ইসলাম।

বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে ক্লাবের গুরুত্ব অপরিসীম। তাই ক্লাবগুলোকে গুরুত্ব দিয়েই বৈঠকের ডাক দেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম। যদিও সেখানে অনেকেই উপস্থিত ছিলেন না। বৈঠকের পর ক্লাবগুলোর গুরুত্ব তুলে ধরে বুলবুল বলেন, ‘প্রায় ৪০-৫০ বছর ধরে বাংলাদেশ ক্রিকেট চালিয়ে এসেছেন ক্লাবের কর্মকর্তারা। বাংলাদেশ এখন ২৫ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে, বাংলাদেশের খেলোয়াড়দের র‌্যাঙ্কিং দেখুন, বাংলাদেশের সামগ্রিক ক্রিকেট দেখুন— এর মূল হচ্ছে ক্লাব।’ 

ক্লাব ও ক্রিকেটারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে তিনি বলেন, ‘বোর্ডের একজন কর্মকর্তা হিসেবে বলছি, আমরা ক্রিকেট এবং ক্রিকেটার ও ক্লাবগুলোর প্রতি শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। এটাই এখানে আমাদের একমাত্র কাজ।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow