প্রশাসনে এখনও ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে : মিফতাহ্ সিদ্দিকী
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, প্রশাসনের অনেক জায়গায় ফ্যাসিবাদের দোসররা এখনও ঘাপটি মেরে বসে আছে। নির্বাচনী কার্যক্রমে বিঘ্ন সৃষ্টিকারী এসব কর্মকর্তাদের চিহ্নিত করে দ্রুত অপসারণ করা জরুরি। সোমবার (১২ জানুয়ারি) রাতে সিলেটের জকিগঞ্জ উপজেলা-পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মিফতাহ্ সিদ্দিকী বলেন, আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই- এটি জাতির জন্য এক গভীর শোক ও অপূরণীয় ক্ষতি। দীর্ঘ ১৬ বছর ধরে আমরা যে আন্দোলন-সংগ্রাম চালিয়ে এসেছি, তার মূল লক্ষ্য ছিল দেশকে স্বৈরাচার মুক্ত করা ও বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। আমরা চেয়েছিলাম, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে। বেগম জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক ছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই সুযোগ আর আমাদের ভাগ্যে জোটেনি। আমরা আপসহীন নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করি। তিনি আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবেন। তিনি আর বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের নির্মম নির্যাতন ও অবহেল
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, প্রশাসনের অনেক জায়গায় ফ্যাসিবাদের দোসররা এখনও ঘাপটি মেরে বসে আছে। নির্বাচনী কার্যক্রমে বিঘ্ন সৃষ্টিকারী এসব কর্মকর্তাদের চিহ্নিত করে দ্রুত অপসারণ করা জরুরি।
সোমবার (১২ জানুয়ারি) রাতে সিলেটের জকিগঞ্জ উপজেলা-পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মিফতাহ্ সিদ্দিকী বলেন, আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই- এটি জাতির জন্য এক গভীর শোক ও অপূরণীয় ক্ষতি। দীর্ঘ ১৬ বছর ধরে আমরা যে আন্দোলন-সংগ্রাম চালিয়ে এসেছি, তার মূল লক্ষ্য ছিল দেশকে স্বৈরাচার মুক্ত করা ও বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। আমরা চেয়েছিলাম, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে। বেগম জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক ছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই সুযোগ আর আমাদের ভাগ্যে জোটেনি। আমরা আপসহীন নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করি। তিনি আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবেন।
তিনি আর বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের নির্মম নির্যাতন ও অবহেলার মাধ্যমে তিলে তিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। ইতিহাস এই অন্যায় ও জুলুমের বিচার অবশ্যই করবে। এদেশের মানুষের একটিই অপূর্ণ রয়ে যাবে বেগম খালেদা জিয়া। যার কথা বাংলাদেশের প্রতিটা জনগণ কাঁদছে।
সভায় দোয়া পরিচালনা করেন সিলেট-৫ আসনের বিএনপি সমর্থিত জোটের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ ফারুক।
সভায় জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সফিকুর রহমানের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ঈসমাইল হোসেন সেলিম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিব্বির আহমদ রনি যৌথ সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট-৫ আসনের বিএনপি সমর্থিত জোটের সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ ফারুক।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবর রব চৌধুরী ফয়সাল, সহ-সভাপতি ইকবাল আহমদ, জেলা বিএনপির উপদেষ্টা ও কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব আব্দুল মালিক চৌধুরী, কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল।
উপস্থিত ছিলেন- কানাইঘাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুক আহমদ, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফি, হেফাজতে ইসলাম সিলেট জেলার সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ খাদিমানি, মাওলানা বিলাল আহমদ ইমরান, অ্যাডভোকেট কাওসার রশিদ বাহার, মাওলানা রায়হান
What's Your Reaction?