প্রাক্তন স্ত্রীকে চমকে দিলেন আমির খান

বলিউড সুপারস্টার আমির খান। ব্যক্তিগত জীবনে দুই বিচ্ছেদ, নতুন প্রেম, ব্যস্ত ক্যারিয়ার, সব মিলিয়ে যিনি সবসময়ই আলোচনায়। বছরের শুরুতেই তিনি প্রকাশ্যে জানিয়েছেন নতুন সম্পর্কের কথা। গৌরী স্প্র্যাটের সঙ্গে জীবনের নতুন অধ্যায়ে ভালো আছেন বলেও জানিয়েছিলেন এই অভিনেতা। কিন্তু ঠিক সেই সময়েই ঘটে গেল এক এমন মুহূর্ত, যা আবারও মনে করিয়ে দিল—সম্পর্কের সমাপ্তি মানেই দূরত্ব নয়, কখনও কখনও তা হয় নতুন এক সম্মানের গল্প। খবর : বলিউড হাঙ্গামা মুম্বই শহরে প্রথম স্ত্রী রিনা দত্তের আঁকা ছবির প্রদর্শনী। পরিবেশটা শিল্পময়, শান্ত। উপস্থিত অতিথিরা ব্যস্ত শিল্পকর্ম দেখায়। এমন সময় দরজায় দেখা গেল পরিচিত এক মুখ—আমির খান। কোনো পূর্বঘোষণা ছাড়াই তিনি উপস্থিত হন প্রদর্শনীতে। প্রাক্তন স্বামীকে সামনে দেখে মুহূর্তেই বিস্মিত হন রিনা। এরপর বিষয়টি নিয়ে সমাজিকমাধ্যমে রিনা লিখেছেন, ‘প্রাক্তন যখন চমকে দিয়ে প্রদর্শনীতে হাজির হন। আমার শিল্পকে অনবরত সমর্থন করার জন্য ধন্যবাদ, আমির।’ ১৯৮৬ সালে প্রেম করে বিয়ে করেছিলেন আমির খান ও রিনা দত্ত। তাদের দাম্পত্য জীবনে আছে দুই সন্তান। কিন্তু ২০০২ সালে সেই সম্পর্কের ইতি হয়। রিনার পর আমির জীবনে আসে

প্রাক্তন স্ত্রীকে চমকে দিলেন আমির খান

বলিউড সুপারস্টার আমির খান। ব্যক্তিগত জীবনে দুই বিচ্ছেদ, নতুন প্রেম, ব্যস্ত ক্যারিয়ার, সব মিলিয়ে যিনি সবসময়ই আলোচনায়। বছরের শুরুতেই তিনি প্রকাশ্যে জানিয়েছেন নতুন সম্পর্কের কথা। গৌরী স্প্র্যাটের সঙ্গে জীবনের নতুন অধ্যায়ে ভালো আছেন বলেও জানিয়েছিলেন এই অভিনেতা। কিন্তু ঠিক সেই সময়েই ঘটে গেল এক এমন মুহূর্ত, যা আবারও মনে করিয়ে দিল—সম্পর্কের সমাপ্তি মানেই দূরত্ব নয়, কখনও কখনও তা হয় নতুন এক সম্মানের গল্প। খবর : বলিউড হাঙ্গামা

মুম্বই শহরে প্রথম স্ত্রী রিনা দত্তের আঁকা ছবির প্রদর্শনী। পরিবেশটা শিল্পময়, শান্ত। উপস্থিত অতিথিরা ব্যস্ত শিল্পকর্ম দেখায়। এমন সময় দরজায় দেখা গেল পরিচিত এক মুখ—আমির খান। কোনো পূর্বঘোষণা ছাড়াই তিনি উপস্থিত হন প্রদর্শনীতে। প্রাক্তন স্বামীকে সামনে দেখে মুহূর্তেই বিস্মিত হন রিনা।

এরপর বিষয়টি নিয়ে সমাজিকমাধ্যমে রিনা লিখেছেন, ‘প্রাক্তন যখন চমকে দিয়ে প্রদর্শনীতে হাজির হন। আমার শিল্পকে অনবরত সমর্থন করার জন্য ধন্যবাদ, আমির।’

১৯৮৬ সালে প্রেম করে বিয়ে করেছিলেন আমির খান ও রিনা দত্ত। তাদের দাম্পত্য জীবনে আছে দুই সন্তান। কিন্তু ২০০২ সালে সেই সম্পর্কের ইতি হয়।

রিনার পর আমির জীবনে আসেন পরিচালক কিরণ রাও। ২০০৫ সালে বিয়ে, ২০১১ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় তাদরে একমাত্র পুত্র সন্তান আজাদ। এরপর ২০২১ সালে সেই সম্পর্কও বিচ্ছেদ হয়। তবে কিরণের সঙ্গে আজও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির।

দুই সংসারের ইতি—তবু পরিবারের প্রতি দায়িত্ববোধে কোনো ভাটা পড়েনি তার।

এ বছর গৌরী স্প্র্যাটকে পরিচয় করিয়ে দিয়ে আমির জানান, তিনি নতুন সম্পর্কে ভালো আছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow