প্রাণ ছাড়া কিছুই অবশিষ্ট নেই ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর
ঘরের মাঝখানে প্লাস্টিকের ছোট্ট একটি ওয়ারড্রব ছিল। ভেতরে ছিল শিশু কন্যার একটিমাত্র স্বর্ণের চেইন। আগুনে ওয়ারড্রব পুড়ে গড়ে গেছে। সঙ্গে স্বর্ণের চেইনটিও উধাও। কড়াইল বস্তির পঞ্চাশোর্ধ্ব বাসিন্দা মনিক জানকে বুধবার (২৬ নভেম্বর) দেখা গেল ওয়ারড্রব রাখার জায়গায় কাঁচি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে চেইনটি খুঁজছেন। বস্তির অন্য বাসিন্দারা তাকে বার বার বলছেন, চেইনটি পাওয়া যাবে না। কিন্তু তা মানতে রাজি নন মানিক জান।... বিস্তারিত
ঘরের মাঝখানে প্লাস্টিকের ছোট্ট একটি ওয়ারড্রব ছিল। ভেতরে ছিল শিশু কন্যার একটিমাত্র স্বর্ণের চেইন। আগুনে ওয়ারড্রব পুড়ে গড়ে গেছে। সঙ্গে স্বর্ণের চেইনটিও উধাও। কড়াইল বস্তির পঞ্চাশোর্ধ্ব বাসিন্দা মনিক জানকে বুধবার (২৬ নভেম্বর) দেখা গেল ওয়ারড্রব রাখার জায়গায় কাঁচি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে চেইনটি খুঁজছেন।
বস্তির অন্য বাসিন্দারা তাকে বার বার বলছেন, চেইনটি পাওয়া যাবে না। কিন্তু তা মানতে রাজি নন মানিক জান।... বিস্তারিত
What's Your Reaction?