প্রাথমিকের শতভাগ বই ছাপা শেষ

প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) ২০২৬ শিক্ষাবর্ষের শতভাগ পাঠ্যবই ছাপা ও সরবরাহ শেষ হয়েছে বলে দাবি করেছে শিক্ষা মন্ত্রণালয়।  মঙ্গলবার (১৬ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়েছে। যদিও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ডের তথ্য বলছে, ছাপা হলেও এখনো ডেলিভারি হয়নি ৭ লাখ ৭৬ হাজার ২০৩ কপি বই। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই দেশের প্রাথমিক স্তরের সব শিক্ষার্থীর হাতে সম্পূর্ণ নতুন পাঠ্যবই পৌঁছে দেওয়ার পথ সুগম হয়েছে। শিক্ষাবর্ষ শুরুর আগেই প্রায় সাড়ে আট কোটিরও বেশি পাঠ্যবই ছাপা ও প্রস্তুত করা একটি অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিং কার্যক্রম বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।  নির্ধারিত সময়ের মধ্যে এতো বৃহৎ ও জটিল কর্মযজ্ঞ সম্পন্ন হওয়া বিগত কয়েক বছরের মধ্যে একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে বলে দাবি করেছে শিক্ষা মন্ত্রণাালয়। এনসিটিবি সূত্র বলছে, প্রাক-প্রাথমিক, প্রাথমিক শ্রেণিতে মোট বইয়ের সংখ্যা ৮ কোটি ৫৯ লাখ ২৪ হাজার ৮৫৩ কপি। এসব বইয়ের মোট ফর্মার পরিমাণ ১২৯ কোটি

প্রাথমিকের শতভাগ বই ছাপা শেষ
প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) ২০২৬ শিক্ষাবর্ষের শতভাগ পাঠ্যবই ছাপা ও সরবরাহ শেষ হয়েছে বলে দাবি করেছে শিক্ষা মন্ত্রণালয়।  মঙ্গলবার (১৬ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়েছে। যদিও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ডের তথ্য বলছে, ছাপা হলেও এখনো ডেলিভারি হয়নি ৭ লাখ ৭৬ হাজার ২০৩ কপি বই। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই দেশের প্রাথমিক স্তরের সব শিক্ষার্থীর হাতে সম্পূর্ণ নতুন পাঠ্যবই পৌঁছে দেওয়ার পথ সুগম হয়েছে। শিক্ষাবর্ষ শুরুর আগেই প্রায় সাড়ে আট কোটিরও বেশি পাঠ্যবই ছাপা ও প্রস্তুত করা একটি অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিং কার্যক্রম বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।  নির্ধারিত সময়ের মধ্যে এতো বৃহৎ ও জটিল কর্মযজ্ঞ সম্পন্ন হওয়া বিগত কয়েক বছরের মধ্যে একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে বলে দাবি করেছে শিক্ষা মন্ত্রণাালয়। এনসিটিবি সূত্র বলছে, প্রাক-প্রাথমিক, প্রাথমিক শ্রেণিতে মোট বইয়ের সংখ্যা ৮ কোটি ৫৯ লাখ ২৪ হাজার ৮৫৩ কপি। এসব বইয়ের মোট ফর্মার পরিমাণ ১২৯ কোটি ৫৮ লাখ ৯ হাজার ৬২০টি। এর মধ্যে শতভাগ ফর্মা ছাপানো হয়েছে। শতভাগ বই বাইন্ডিং, কাটিং হয়েছে। একই সঙ্গে শতভাগ বই পোস্ট ডেলিভারি ইন্সপেকশন (পিডিআই) হয়েছে। আর ডেলিভারি হয়েছে ৯৯ দশমিক ১০ শতাংশ। অর্থাৎ মোট বই ডেলিভারি হয়েছে ৮ কোটি ৫১ লাখ ৪৮ হাজার ৬৫০ কপি বই। অর্থাৎ ছাপা হলেও এখনো ডেলিভারি হয়নি ৭ লাখ ৭৬ হাজার ২০৩ কপি বই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow