প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা নিয়ে যা জানা গেল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৬৯ হাজার ২৬৫ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তারা এখন মৌখিক পরীক্ষার অপেক্ষায় আছেন। এদিকে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট। নির্বাচন উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন সরকারি কর্মচারীরা। তাই নির্বাচনের আগে প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা হবে কি না, তা নিয়ে প্রার্থীদের মনে প্রশ্ন জেগেছে। এ বিষয়ে প্রথামিক শিক্ষা অধিদপ্তর বলছে, আলোচনার মাধ্যমে সময় নির্ধারণ করা হবে। সময়সূচি নির্ধারণ হলে তারা ওয়েবসাইটে প্রকাশ করবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, মৌখিক পরীক্ষা কবে শুরু করা হবে সে বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে জেলা প্রশাসকদের (ডিসি) মতামত নেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনের আগে পরীক্ষার অনুমতি মিলবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। তবু জেলা প্রশাসকদের মতামত নিয়ে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। অধিদপ্তরের পরিচালক (পলিসি এবং অপারেশন) এ কে মোহম্মদ সামছুল আহসান গণমাধ্যমকে জানিয়েছেন, ‘মৌখিক পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তারিখ চূড়ান্ত হল

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা নিয়ে যা জানা গেল
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৬৯ হাজার ২৬৫ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তারা এখন মৌখিক পরীক্ষার অপেক্ষায় আছেন। এদিকে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট। নির্বাচন উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন সরকারি কর্মচারীরা। তাই নির্বাচনের আগে প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা হবে কি না, তা নিয়ে প্রার্থীদের মনে প্রশ্ন জেগেছে। এ বিষয়ে প্রথামিক শিক্ষা অধিদপ্তর বলছে, আলোচনার মাধ্যমে সময় নির্ধারণ করা হবে। সময়সূচি নির্ধারণ হলে তারা ওয়েবসাইটে প্রকাশ করবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, মৌখিক পরীক্ষা কবে শুরু করা হবে সে বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে জেলা প্রশাসকদের (ডিসি) মতামত নেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনের আগে পরীক্ষার অনুমতি মিলবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। তবু জেলা প্রশাসকদের মতামত নিয়ে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। অধিদপ্তরের পরিচালক (পলিসি এবং অপারেশন) এ কে মোহম্মদ সামছুল আহসান গণমাধ্যমকে জানিয়েছেন, ‘মৌখিক পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তারিখ চূড়ান্ত হলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’ এর আগে গতকাল বুধবার (২১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে দেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) শর্তসাপেক্ষে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow