প্রার্থিতা ফিরে পেলেন ঢাকা-২ আসনের জামায়াত নেতা

আইনি লড়াই শেষে ঢাকা-২ আসনে নিজের প্রার্থিতা ফিরে পেয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হক।  নির্বাচন কমিশনে (ইসি) করা আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) তার মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করা হয়। এদিন নির্বাচন কমিশনে আপিল শুনানির চতুর্থ দিনে আব্দুল হকের আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। নথিপত্র যাচাই-বাছাই ও শুনানি শেষে ইসি তার মনোনয়নপত্র গ্রহণ করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সবুজ সংকেত দেয়। এর আগে, গত ৩ জানুয়ারি প্রাথমিক যাচাই-বাছাইয়ের সময় ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম কারিগরি কারণে আব্দুল হকের মনোনয়নপত্রটি বাতিল করেছিলেন। তবে একই দিনে ওই আসনে বিএনপির প্রার্থী আমানউল্লাহ আমানসহ অপর দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছিল। রিটার্নিং কর্মকর্তার সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই নির্বাচন কমিশনে আপিল করেছিলেন জামায়াতের এই প্রার্থী। ৪ লাখ ১৯ হাজার ২১৫ জন ভোটারের এই আসনে বর্তমানে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন তিন প্রধান প্রার্থী। তারা হলেন- বিএনপির মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কর্নেল (অব.) আব্দুল

প্রার্থিতা ফিরে পেলেন ঢাকা-২ আসনের জামায়াত নেতা

আইনি লড়াই শেষে ঢাকা-২ আসনে নিজের প্রার্থিতা ফিরে পেয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হক। 

নির্বাচন কমিশনে (ইসি) করা আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) তার মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করা হয়।

এদিন নির্বাচন কমিশনে আপিল শুনানির চতুর্থ দিনে আব্দুল হকের আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। নথিপত্র যাচাই-বাছাই ও শুনানি শেষে ইসি তার মনোনয়নপত্র গ্রহণ করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সবুজ সংকেত দেয়।

এর আগে, গত ৩ জানুয়ারি প্রাথমিক যাচাই-বাছাইয়ের সময় ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম কারিগরি কারণে আব্দুল হকের মনোনয়নপত্রটি বাতিল করেছিলেন। তবে একই দিনে ওই আসনে বিএনপির প্রার্থী আমানউল্লাহ আমানসহ অপর দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছিল। রিটার্নিং কর্মকর্তার সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই নির্বাচন কমিশনে আপিল করেছিলেন জামায়াতের এই প্রার্থী।

৪ লাখ ১৯ হাজার ২১৫ জন ভোটারের এই আসনে বর্তমানে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন তিন প্রধান প্রার্থী। তারা হলেন- বিএনপির মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে ঢাকা-২ আসনের নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ হলো। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow