প্রিয় অভিভাবক আর নেই, বিশ্বাস করতে পারছেন না শরিফুল

পড়শু দিনও অনুশীলনে হাসি-আড্ডা ছিল, সেই মানুষটাই আজ নেই। বিশ্বাস করতে পারছেন না জাতীয় দলের তারকা পেসার শরিফুল ইসলাম। প্রিয় অভিভাবককে হারিয়ে বাকরুদ্ধ তিনি। আজ (শনিবার) বিপিএলে ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে হার্ট অ্যাটাক করেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি। তাৎক্ষণিক তাকে সিপিআর দেওয়া হয়। তাতে সাড়াও দেন। কিন্তু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। অনূর্ধ্ব-১৯ থেকে এই কোচের সঙ্গে কত সময় কেটেছে। কতকিছু শিখেছেন, সেই কোচ আর নেই; মানতে পারছেন না শরিফুল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে শরিফুল লিখেছেন- ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবরটা শুনে এখনো বিশ্বাস করতে পারছি না-আপনি আর আমাদের মাঝে নেই মাহবুব আলী জ্যাকি স্যার। অনূর্ধ্ব-১৯ সময় থেকে আপনার হাত ধরেই আমাদের শেখা শুরু, এরপর বিশ্বকাপ জয়-প্রতিটি মুহূর্তে আপনি পাশে ছিলেন অভিভাবকের মতো। গত পরশু দিনও প্র্যাকটিসে আমরা কত হাসি-আড্ডা করেছি, ভাবতেই বুকটা ভার হয়ে আসে। আল্লাহ তায়ালা আপনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দিন। আমিন।’ এমএমআর/এ

প্রিয় অভিভাবক আর নেই, বিশ্বাস করতে পারছেন না শরিফুল

পড়শু দিনও অনুশীলনে হাসি-আড্ডা ছিল, সেই মানুষটাই আজ নেই। বিশ্বাস করতে পারছেন না জাতীয় দলের তারকা পেসার শরিফুল ইসলাম। প্রিয় অভিভাবককে হারিয়ে বাকরুদ্ধ তিনি।

আজ (শনিবার) বিপিএলে ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে হার্ট অ্যাটাক করেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি। তাৎক্ষণিক তাকে সিপিআর দেওয়া হয়। তাতে সাড়াও দেন। কিন্তু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

অনূর্ধ্ব-১৯ থেকে এই কোচের সঙ্গে কত সময় কেটেছে। কতকিছু শিখেছেন, সেই কোচ আর নেই; মানতে পারছেন না শরিফুল।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে শরিফুল লিখেছেন-

‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

খবরটা শুনে এখনো বিশ্বাস করতে পারছি না-আপনি আর আমাদের মাঝে নেই মাহবুব আলী জ্যাকি স্যার। অনূর্ধ্ব-১৯ সময় থেকে আপনার হাত ধরেই আমাদের শেখা শুরু, এরপর বিশ্বকাপ জয়-প্রতিটি মুহূর্তে আপনি পাশে ছিলেন অভিভাবকের মতো। গত পরশু দিনও প্র্যাকটিসে আমরা কত হাসি-আড্ডা করেছি, ভাবতেই বুকটা ভার হয়ে আসে।

আল্লাহ তায়ালা আপনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দিন। আমিন।’

এমএমআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow