প্রেমিকের হাতে খুন ‘লায়ন কিং’ খ্যাত অভিনেত্রী

যুক্তরাষ্ট্রের বিনোদন জগতে শোকের ছায়া। ব্রডওয়ের এক সময়ের জনপ্রিয় শিশুশিল্পী এবং তরুণ অভিনেত্রী ইমানি ডিয়া স্মিথের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত ২১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি বাড়ি থেকে ২৫ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য—ইমানি তার নিজের প্রেমিকের হাতেই খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল ও পুলিশি অভিযান সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনার দিন পুলিশের কাছে একটি জরুরি ফোন কল আসে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিউ জার্সির ওই বাড়ি থেকে ইমানিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পুলিশ জানায়, অভিনেত্রীর শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন ছিল। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রেমিক গ্রেপ্তার পুলিশ নিশ্চিত করেছে, এই হত্যাকাণ্ডের অভিযোগে ইমানির প্রেমিক জর্ডন ডি জ্যাকসন-স্মলকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ আনা হয়েছে। জানা গেছে, ইমানি ও জর্ডন দীর্ঘদিনের পরিচিত ছিলেন। ব্যক্তিগত কোনো কলহ বা বিবাদ থেকেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে কি না

প্রেমিকের হাতে খুন ‘লায়ন কিং’ খ্যাত অভিনেত্রী
যুক্তরাষ্ট্রের বিনোদন জগতে শোকের ছায়া। ব্রডওয়ের এক সময়ের জনপ্রিয় শিশুশিল্পী এবং তরুণ অভিনেত্রী ইমানি ডিয়া স্মিথের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত ২১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি বাড়ি থেকে ২৫ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য—ইমানি তার নিজের প্রেমিকের হাতেই খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল ও পুলিশি অভিযান সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনার দিন পুলিশের কাছে একটি জরুরি ফোন কল আসে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিউ জার্সির ওই বাড়ি থেকে ইমানিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পুলিশ জানায়, অভিনেত্রীর শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন ছিল। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রেমিক গ্রেপ্তার পুলিশ নিশ্চিত করেছে, এই হত্যাকাণ্ডের অভিযোগে ইমানির প্রেমিক জর্ডন ডি জ্যাকসন-স্মলকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ আনা হয়েছে। জানা গেছে, ইমানি ও জর্ডন দীর্ঘদিনের পরিচিত ছিলেন। ব্যক্তিগত কোনো কলহ বা বিবাদ থেকেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন। ক্যারিয়ার ও পরিবার ইমানি ডিয়া স্মিথ বিশ্বখ্যাত ডিজনি অ্যানিমেটেড ফিল্মের ওপর ভিত্তি করে তৈরি ব্রডওয়ে নাটক ‘দ্য লায়ন কিং’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। আফ্রিকান সংস্কৃতির আদলে তৈরি এই নাটকটি ব্রডওয়ের ইতিহাসের অন্যতম ব্যবসাসফল প্রযোজনা। অকালপ্রয়াত এই অভিনেত্রী মৃত্যুকালে তিন বছরের একটি শিশুসন্তান রেখে গেছেন। তার এমন মর্মান্তিক মৃত্যুতে ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের মাঝে শোকের আবহ তৈরি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow