প্রেম করছেন নোরা ফাতেহি, প্রেমিক কে?

গ্যালারির আলো-ঝলমলে ভিড় থেকে হঠাৎই বিনোদন দুনিয়ায় নেমে এসেছে প্রেমের নতুন গুঞ্জন। বলিউড সেনসেশন নোরা ফাতেহিকে ঘিরে এখন শুধু একটাই আলোচনা, তবে কি হৃদয় জুড়েছে মরক্কোর বিশ্বখ্যাত ফুটবলারের সঙ্গে? ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মরক্কোর সুপারস্টার ফুটবলার আশরাফ হাকিমির সঙ্গে তার নাম জড়ানোয় সোশ্যাল মিডিয়া থেকে তারকামহল, সর্বত্রই বিরাজ কৌতূহল। সম্প্রতি একটি ফুটবল ম্যাচে নোরার রহস্যময় উপস্থিতি আর অনলাইনে দুই তারকার নীরব ও ইঙ্গিতপূর্ণ আদান-প্রদান যেন এই প্রেমগল্পে দিয়েছে নতুন মাত্রা। সম্প্রতি আফ্রিকান কাপ অব নেশনস (অ্যাফকন) ২০২৫-এর একটি ম্যাচে মরক্কোকে সমর্থন দিতে গ্যালারিতে উপস্থিত ছিলেন নোরা ফাতেহি। এরপর থেকেই হাকিমির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়, স্রেফ প্রিয় দলকে নয়, বরং কথিত প্রেমিক হাকিমিকে উৎসাহ দিতেই মরক্কোয় উড়ে গিয়েছিলেন নোরা। এদিকে গুঞ্জনটা আরও বাড়ে, যখন মরক্কোর জয়ের পর নোরার উল্লাসের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়; আর হাকিমিকেও নোরার পোস্টে প্রতিক্রিয়া জানাতে দেখা যায়। তবে এ বিষয়ে এখন পর্যন্ত নোরা বা হাকিমি কারও পক্ষ থেকেই কোনো

প্রেম করছেন নোরা ফাতেহি, প্রেমিক কে?
গ্যালারির আলো-ঝলমলে ভিড় থেকে হঠাৎই বিনোদন দুনিয়ায় নেমে এসেছে প্রেমের নতুন গুঞ্জন। বলিউড সেনসেশন নোরা ফাতেহিকে ঘিরে এখন শুধু একটাই আলোচনা, তবে কি হৃদয় জুড়েছে মরক্কোর বিশ্বখ্যাত ফুটবলারের সঙ্গে? ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মরক্কোর সুপারস্টার ফুটবলার আশরাফ হাকিমির সঙ্গে তার নাম জড়ানোয় সোশ্যাল মিডিয়া থেকে তারকামহল, সর্বত্রই বিরাজ কৌতূহল। সম্প্রতি একটি ফুটবল ম্যাচে নোরার রহস্যময় উপস্থিতি আর অনলাইনে দুই তারকার নীরব ও ইঙ্গিতপূর্ণ আদান-প্রদান যেন এই প্রেমগল্পে দিয়েছে নতুন মাত্রা। সম্প্রতি আফ্রিকান কাপ অব নেশনস (অ্যাফকন) ২০২৫-এর একটি ম্যাচে মরক্কোকে সমর্থন দিতে গ্যালারিতে উপস্থিত ছিলেন নোরা ফাতেহি। এরপর থেকেই হাকিমির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়, স্রেফ প্রিয় দলকে নয়, বরং কথিত প্রেমিক হাকিমিকে উৎসাহ দিতেই মরক্কোয় উড়ে গিয়েছিলেন নোরা। এদিকে গুঞ্জনটা আরও বাড়ে, যখন মরক্কোর জয়ের পর নোরার উল্লাসের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়; আর হাকিমিকেও নোরার পোস্টে প্রতিক্রিয়া জানাতে দেখা যায়। তবে এ বিষয়ে এখন পর্যন্ত নোরা বা হাকিমি কারও পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow