ফরজ নামাজের প্রথম বৈঠকে দরুদ পড়া যাবে?

প্রশ্ন: ফরজ নামাজের প্রথম বৈঠকে দরুদ পড়া যাবে? উত্তর: ফরজ নামাজের প্রথম বৈঠকে শুধু তাশাহহুদ পড়া ওয়াজিব। প্রথম বৈঠকে শুধু তাশাহহুদই পড়তে হবে, দরুদ বা অন্যান্য দোয়া পড়া যাবে না। ইমাম বা একা নামাজ আদায়কারী যদি ফরজ-ওয়াজিব নামাজের প্রথম বৈঠকে তাশাহহুদের আগে বা পরে ভুল করে দরুদ পড়ে ফেলে, তাহলে সাহু সিজদা ওয়াজিব হয়। কারণ প্রথম বৈঠকে দরুদ পড়ার পরপরই দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ানো ওয়াজিব। ভুলবশত দরুদ পড়ার কারণে এই ওয়াজিব পালনে বিলম্ব হয়। নামাজে কোনো ওয়াজিব ছুটে গেলে, কোনো ফরজ দুবার আদায় করলে, কোনো ওয়াজিব পরিবর্তন করলে এবং কোনো ফরজ বা ওয়াজিব আদায়ে দেরি হলে সিজদায়ে সাহু আদায় করতে হয়। সাহু সিজদার মাধ্যমে ওই ভুলগুলোর প্রতিবিধান হয় এবং নামাজ বিশুদ্ধ হয়ে যায়। উপরোক্ত ভুলগুলো হওয়ার পরও সাহু সিজদা আদায় না করলে ত্রুটিযুক্ত নামাজটি আবার পড়ে নেওয়া ওয়াজিব। এ বিষয়টি বুঝতে অনেকের সমস্যা হয়। তারা প্রশ্ন করেন যে, দরুদ পড়া তো অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ, দরুদ পড়ার কারণে সাহু সিজদা দিতে হবে কেন? এ প্রশ্নের উত্তর হলো দরুদ পড়া ফজিলতপূর্ণ কাজ হলেও প্রথম বৈঠক দরুদের স্থান নয়। নামাজ আদায়ের সুনির্ধারিত পদ্ধতি রয়েছে। নামাজে

ফরজ নামাজের প্রথম বৈঠকে দরুদ পড়া যাবে?

প্রশ্ন: ফরজ নামাজের প্রথম বৈঠকে দরুদ পড়া যাবে?

উত্তর: ফরজ নামাজের প্রথম বৈঠকে শুধু তাশাহহুদ পড়া ওয়াজিব। প্রথম বৈঠকে শুধু তাশাহহুদই পড়তে হবে, দরুদ বা অন্যান্য দোয়া পড়া যাবে না।

ইমাম বা একা নামাজ আদায়কারী যদি ফরজ-ওয়াজিব নামাজের প্রথম বৈঠকে তাশাহহুদের আগে বা পরে ভুল করে দরুদ পড়ে ফেলে, তাহলে সাহু সিজদা ওয়াজিব হয়। কারণ প্রথম বৈঠকে দরুদ পড়ার পরপরই দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ানো ওয়াজিব। ভুলবশত দরুদ পড়ার কারণে এই ওয়াজিব পালনে বিলম্ব হয়।

নামাজে কোনো ওয়াজিব ছুটে গেলে, কোনো ফরজ দুবার আদায় করলে, কোনো ওয়াজিব পরিবর্তন করলে এবং কোনো ফরজ বা ওয়াজিব আদায়ে দেরি হলে সিজদায়ে সাহু আদায় করতে হয়। সাহু সিজদার মাধ্যমে ওই ভুলগুলোর প্রতিবিধান হয় এবং নামাজ বিশুদ্ধ হয়ে যায়। উপরোক্ত ভুলগুলো হওয়ার পরও সাহু সিজদা আদায় না করলে ত্রুটিযুক্ত নামাজটি আবার পড়ে নেওয়া ওয়াজিব।

এ বিষয়টি বুঝতে অনেকের সমস্যা হয়। তারা প্রশ্ন করেন যে, দরুদ পড়া তো অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ, দরুদ পড়ার কারণে সাহু সিজদা দিতে হবে কেন? এ প্রশ্নের উত্তর হলো দরুদ পড়া ফজিলতপূর্ণ কাজ হলেও প্রথম বৈঠক দরুদের স্থান নয়। নামাজ আদায়ের সুনির্ধারিত পদ্ধতি রয়েছে। নামাজে সানা, কোরআন তিলাওয়াত, তাসবিহ, তাশাহুদ, দরুদ, দোয়ার জন্য নির্দিষ্ট স্থান রয়েছে। কেউ যদি তাশাহুদ পাঠের সময় কোরআন তিলাওয়াত করে, সে জন্যও সাহু সিজদা ওয়াজিব হয়।

উল্লেখ্য যে, মুক্তাদি যদি তাশাহুদের আগে বা পরে ভুল করে দরুদ পড়ে, তাহলে তার ওপর সাহু সিজদা ওয়াজিব হবে না। কারণ মুক্তাদির ভুলের কারণে সাহু সিজদা ওয়াজিব হয় না। তবে মুক্তাদিরও নামাজে মনোযোগী থাকা উচিত যেন এ রকম ভুল না হয়।

ওএফএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow