ফরিদপুরে নতুন বছরে তরুণদের ব্যতিক্রমী ক্রিকেট টুর্নামেন্ট

ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের সুইজগেটপার মাঠে নতুন বছরের প্রথম দিনেই শুরু হয়েছে ব্যতিক্রমী টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট। আকোটের চর তরুণ যুবসমাজের আয়োজনে এ টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বয়স ও শ্রেণিপেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠটি উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনসংঘ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব মাস্টার, স্থানীয় জনপ্রতিনিধি মোহাম্মদ মেম্বারসহ আরও অনেকে।  বক্তারা বলেন, তরুণদের মাদক থেকে দূরে রেখে ক্রীড়াপ্রেমে উজ্জীবিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। খেলাধুলার মাধ্যমে সুস্থ মানসিকতা ও শারীরিক সক্ষমতা গড়ে তুলে একটি মাদকমুক্ত সমাজ বিনির্মাণের প্রত্যয় থেকেই এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের আরেকটি ব্যতিক্রমী দিক হলো—প্রতিটি ম্যাচের ‘ম্যান অব দ্য ম্যাচ’ হিসেবে বিজয়ী খেলোয়াড়কে একটি করে মহামূল্যবান গাছের চারা প্রদান করা হবে।  আয়োজকদের মতে, এতে খেলাধুলার পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তাও সমাজে ছড়িয়ে পড়বে। সদরপুর উপজেলা নির্বাহী অ

ফরিদপুরে নতুন বছরে তরুণদের ব্যতিক্রমী ক্রিকেট টুর্নামেন্ট

ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের সুইজগেটপার মাঠে নতুন বছরের প্রথম দিনেই শুরু হয়েছে ব্যতিক্রমী টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট। আকোটের চর তরুণ যুবসমাজের আয়োজনে এ টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করছে।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বয়স ও শ্রেণিপেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠটি উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনসংঘ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব মাস্টার, স্থানীয় জনপ্রতিনিধি মোহাম্মদ মেম্বারসহ আরও অনেকে। 

বক্তারা বলেন, তরুণদের মাদক থেকে দূরে রেখে ক্রীড়াপ্রেমে উজ্জীবিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। খেলাধুলার মাধ্যমে সুস্থ মানসিকতা ও শারীরিক সক্ষমতা গড়ে তুলে একটি মাদকমুক্ত সমাজ বিনির্মাণের প্রত্যয় থেকেই এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

টুর্নামেন্টের আরেকটি ব্যতিক্রমী দিক হলো—প্রতিটি ম্যাচের ‘ম্যান অব দ্য ম্যাচ’ হিসেবে বিজয়ী খেলোয়াড়কে একটি করে মহামূল্যবান গাছের চারা প্রদান করা হবে। 
আয়োজকদের মতে, এতে খেলাধুলার পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তাও সমাজে ছড়িয়ে পড়বে।

সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরিফ শাওন কালবেলাকে বলেন, এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে চরাঞ্চলের তরুণ সমাজ মাদকের ভয়াবহতা থেকে দূরে থাকবে। একইমসঙ্গে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow