ফরিদপুরে যৌনপল্লী থেকে নারীর মরদেহ উদ্ধার

ফরিদপুর শহরের রথখোলা যৌনপল্লী থেকে নাসরিন (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন ওই নারীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) রাতে শহরের যৌনপল্লী থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, অতিরিক্ত ইয়াবা সেবনের কারণে হার্ট স্ট্রোকে তার মৃত্যু হতে পারে। নাসরিন খুলনার তেরোখাদার পাচুরিয়া এলাকার মো. মজিদ ফরাজির মেয়ে বলে জানা যায়। পুলিশ ও যৌনপল্লী সূত্রে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নাসরিন যৌনপল্লীতে তার ভাড়া ঘরে ঘুমাতে যান। এরপর তার সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা তার ঘরে ঢুকে বিছানায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন বলেন, ‘নাসরিন অতিরিক্ত ইয়াবা সেবনে আসক্ত ছিল। সে হয়ত অতিরিক্ত ইয়াবা সেবনের ফলে হার্ট স্ট্রোক করে মারা যেতে পারে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প

ফরিদপুরে যৌনপল্লী থেকে নারীর মরদেহ উদ্ধার

ফরিদপুর শহরের রথখোলা যৌনপল্লী থেকে নাসরিন (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন ওই নারীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) রাতে শহরের যৌনপল্লী থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, অতিরিক্ত ইয়াবা সেবনের কারণে হার্ট স্ট্রোকে তার মৃত্যু হতে পারে।

নাসরিন খুলনার তেরোখাদার পাচুরিয়া এলাকার মো. মজিদ ফরাজির মেয়ে বলে জানা যায়।

পুলিশ ও যৌনপল্লী সূত্রে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নাসরিন যৌনপল্লীতে তার ভাড়া ঘরে ঘুমাতে যান। এরপর তার সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা তার ঘরে ঢুকে বিছানায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন বলেন, ‘নাসরিন অতিরিক্ত ইয়াবা সেবনে আসক্ত ছিল। সে হয়ত অতিরিক্ত ইয়াবা সেবনের ফলে হার্ট স্ট্রোক করে মারা যেতে পারে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

এন কে বি নয়ন/এমএন/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow