ফারহান-কেয়া জুটিতে আসছে ‘ইউ অ্যান্ড মি ফরএভার’
ঢাকায় টানা ৩ দিনের শুটিং শেষে আসছে ‘ইউ অ্যান্ড মি ফরএভার’। ফারহান ও কেয়া পায়েলকে একসঙ্গে দেখা যাবে ১৫ জানুয়ারি, শুধুই জাগো এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। দর্শকদের জন্য নতুন এক রোমান্টিক-ইমোশনাল এক্সপেরিয়েন্স নিয়ে আসছে নতুন এই নাটকটি। ঢাকার বিভিন্ন লোকেশনে টানা ৩ দিনব্যাপী শুটিং শেষে নাটকটির কাজ সম্পন্ন হয়েছে—আর এখন শুরু হয়েছে অন এয়ারের কাউন্টডাউন। নাটকটিতে হিরো হিসেবে থাকছেন ফারহান, আর হিরোইন চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে। দুজনকে একসঙ্গে পর্দায় দেখার আগ্রহ ইতোমধ্যেই তৈরি করেছে দারুণ আলোচনা। প্রেম, সম্পর্ক, পরিবার—সবকিছুর টানাপড়েনকে শহুরে বাস্তবতায় মিশিয়ে নাটকটি সাজানো হয়েছে এমনভাবে, যাতে প্রতিটি দৃশ্য দর্শকের মনে ‘ফিল’ তৈরি করে। নাটকটির চিত্রনাট্য লিখেছেন অবয়ব সিদ্দিকী এবং পরিচালনা করেছেন রাইয়ান মাহমুদ। নির্মাতা টিমের লক্ষ্য—শুধু বিনোদন নয়, এমন একটা গল্প বলা, যেখানে ভালোবাসা থাকবে, থাকবে হালকা হাসি, আবার থাকবে সম্পর্কের কিছু গভীর প্রশ্নও। ইতোমধ্যে জাগো এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে নাটকটির পোস্টার এবং টিজার রিলিজ হয়েছে, যা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। এছাড়া
ঢাকায় টানা ৩ দিনের শুটিং শেষে আসছে ‘ইউ অ্যান্ড মি ফরএভার’। ফারহান ও কেয়া পায়েলকে একসঙ্গে দেখা যাবে ১৫ জানুয়ারি, শুধুই জাগো এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। দর্শকদের জন্য নতুন এক রোমান্টিক-ইমোশনাল এক্সপেরিয়েন্স নিয়ে আসছে নতুন এই নাটকটি।
ঢাকার বিভিন্ন লোকেশনে টানা ৩ দিনব্যাপী শুটিং শেষে নাটকটির কাজ সম্পন্ন হয়েছে—আর এখন শুরু হয়েছে অন এয়ারের কাউন্টডাউন।
নাটকটিতে হিরো হিসেবে থাকছেন ফারহান, আর হিরোইন চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে। দুজনকে একসঙ্গে পর্দায় দেখার আগ্রহ ইতোমধ্যেই তৈরি করেছে দারুণ আলোচনা। প্রেম, সম্পর্ক, পরিবার—সবকিছুর টানাপড়েনকে শহুরে বাস্তবতায় মিশিয়ে নাটকটি সাজানো হয়েছে এমনভাবে, যাতে প্রতিটি দৃশ্য দর্শকের মনে ‘ফিল’ তৈরি করে।
নাটকটির চিত্রনাট্য লিখেছেন অবয়ব সিদ্দিকী এবং পরিচালনা করেছেন রাইয়ান মাহমুদ। নির্মাতা টিমের লক্ষ্য—শুধু বিনোদন নয়, এমন একটা গল্প বলা, যেখানে ভালোবাসা থাকবে, থাকবে হালকা হাসি, আবার থাকবে সম্পর্কের কিছু গভীর প্রশ্নও।
ইতোমধ্যে জাগো এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে নাটকটির পোস্টার এবং টিজার রিলিজ হয়েছে, যা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। এছাড়া ১৩ তারিখ মুক্তি পাবে নাটকটির প্রমো, যা অন এয়ারের আগে উত্তেজনা আরও কয়েকগুণ বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।
নাটকটি অন এয়ার হবে আসছে ১৫ জানুয়ারি। শুধুমাত্র জাগো এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। ভালোবাসার গল্পে নতুন মোড় দেখতে প্রস্তুত থাকুন—‘ইউ অ্যান্ড মি ফরএভার’।
What's Your Reaction?