ফিফা বর্ষসেরা ফুটবলারের মুকুট উসমান দেম্বেলের

ফুটবল বিশ্বের সব তারকাকে পেছনে ফেলে ২০২৫ সালের ‘দ্য বেস্ট ফিফা মেন’স প্লেয়ার’ নির্বাচিত হয়েছেন প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে কাতারের রাজধানী দোহায় আয়োজিত ফিফার জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে এই মর্যাদাপূর্ণ ট্রফি তুলে দেওয়া হয়। এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে ব্যালন ডি’অর জিতেছিলেন ২৮ বছর বয়সী এই তারকা। ২০২৪–২৫ মৌসুমে পিএসজির হয়ে চারটি শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবেই দেম্বেলের হাতে ওঠে ফিফা বেস্ট পুরস্কার। বিশেষ করে ক্লাবটির ইতিহাসে প্রথমবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে তিনি ছিলেন মূল নায়ক। ইউরোপ সেরা হওয়ার অভিযানে তার পা থেকে আসে ৮টি গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে দেম্বেলে খেলেছেন ৫৩টি ম্যাচ। এতে তিনি করেছেন ৩৫ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৬টি গোল। এবারের ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে কিছুটা ভিন্নতা এনেছিল ফিফা। সাধারণত অনুষ্ঠান শেষে বর্ষসেরা নারী ও পুরুষ ফুটবলারের নাম ঘোষণা করা হলেও, এবার মূল অনুষ্ঠান শুরুর আগেই পুসকাস অ্যাওয়ার্ড, ফিফা ফেয়ার প্লে এবং সেরা গোলরক্ষকে

ফিফা বর্ষসেরা ফুটবলারের মুকুট উসমান দেম্বেলের

ফুটবল বিশ্বের সব তারকাকে পেছনে ফেলে ২০২৫ সালের ‘দ্য বেস্ট ফিফা মেন’স প্লেয়ার’ নির্বাচিত হয়েছেন প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে কাতারের রাজধানী দোহায় আয়োজিত ফিফার জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে এই মর্যাদাপূর্ণ ট্রফি তুলে দেওয়া হয়। এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে ব্যালন ডি’অর জিতেছিলেন ২৮ বছর বয়সী এই তারকা।

২০২৪–২৫ মৌসুমে পিএসজির হয়ে চারটি শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবেই দেম্বেলের হাতে ওঠে ফিফা বেস্ট পুরস্কার। বিশেষ করে ক্লাবটির ইতিহাসে প্রথমবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে তিনি ছিলেন মূল নায়ক। ইউরোপ সেরা হওয়ার অভিযানে তার পা থেকে আসে ৮টি গোল।

সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে দেম্বেলে খেলেছেন ৫৩টি ম্যাচ। এতে তিনি করেছেন ৩৫ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৬টি গোল।

এবারের ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে কিছুটা ভিন্নতা এনেছিল ফিফা। সাধারণত অনুষ্ঠান শেষে বর্ষসেরা নারী ও পুরুষ ফুটবলারের নাম ঘোষণা করা হলেও, এবার মূল অনুষ্ঠান শুরুর আগেই পুসকাস অ্যাওয়ার্ড, ফিফা ফেয়ার প্লে এবং সেরা গোলরক্ষকের মতো পুরস্কারগুলো ঘোষণা করা হয়। ফলে মূল মঞ্চের পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন কেবল সেরা খেলোয়াড়রা।

ঘরোয়া ফুটবলেও দেম্বেলের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। পিএসজির হয়ে তিনি লিগ আঁ, ফরাসি কাপ ও ফরাসি সুপার কাপ জয়ে বড় ভূমিকা রাখেন। বিশেষ করে ফরাসি সুপার কাপের ফাইনালে একমাত্র জয়সূচক গোলটি করেন তিনি।

২০২৫ সালে প্রথমবার ৩২ দল নিয়ে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপেও দেম্বেলের প্রভাব ছিল স্পষ্ট। চোটের কারণে গ্রুপ পর্বে খেলতে না পারলেও নকআউট পর্বে ফিরে কোয়ার্টার ও সেমিফাইনালে গুরুত্বপূর্ণ গোল করে দলকে ফাইনালে তুলে নেন। যদিও শিরোপা নির্ধারণী ম্যাচে চেলসির কাছে হেরে রানার্সআপ হয় পিএসজি।

সব মিলিয়ে দুর্দান্ত এক মৌসুমের স্বীকৃতি হিসেবেই ২০২৫ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারের মুকুট উঠল উসমান দেম্বেলের মাথায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow