ফেনীতে প্রথম কার্ডিওভাস্কুলার সফল অস্ত্রোপচার

ফেনীতে প্রথম কার্ডিওভাস্কুলার সফল অস্ত্রোপচার (অপারেশন) সসম্পন্ন হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রাতে ট্রাংক রোডস্থ 'রয়েল হাসপাতালে ঘন্টাব্যাপি এ অপারেশন করেন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালের কার্ডিওভাস্কুলার ও থোরাসিক সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. শহীদুল আমিন। জানা গেছে, গত ডিসেম্বর মাসে ছাগলনাইয়া উপজেলার সোনাপুর গ্রামের আবদুল খালেকের ছেলে জাহিদুল ইসলাম (২৫) পায়ের সমস্যা নিয়ে ঢাকা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের কার্ডিওভাস্কুলার বিশেষজ্ঞ ডা. মো: শহীদুল আমিন'র ফেনীস্থ চেম্বার ম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার চিকিৎসা নিতে আসেন। চিকিৎসক বিভিন্ন পরিক্ষা নিরিক্ষা করে জানান, তার পায়ে নার্ভ সমস্যা আকা বাঁকা এতে রোগীর স্বাভাবিক চলাফেরা অসুবিধা হচ্ছে। তাই পায়ে অপারেশন করার পরামর্শ দেন চিকিৎসক। এরই সূত্র ধরে ১৯ জানুয়ারি বিকেলে ফেনী রয়েল হাসপাতালে ভর্তি হয় জাহিদুল ইসলাম। রাতে ডা. শহীদুল আমিন ও ডা. বাদলের নেতৃত্বে একটি টিম ঘন্টাব্যাপি এ অপারেশন সফল করেন। ভেরিকোজ ফ্রিকোয়েন্স ব্রেনের লেজার অপারেশন, রেডিওফ্রিকোয়েন্সি অ্যাবলেশন এতে পায়ের আকা বাঁকা রক্তনালির কানেকশান ছোট একটি ছিদ্রের মাধ্যমে এ অপারেশন করা সম্ভব। আগে

ফেনীতে প্রথম কার্ডিওভাস্কুলার সফল অস্ত্রোপচার

ফেনীতে প্রথম কার্ডিওভাস্কুলার সফল অস্ত্রোপচার (অপারেশন) সসম্পন্ন হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রাতে ট্রাংক রোডস্থ 'রয়েল হাসপাতালে ঘন্টাব্যাপি এ অপারেশন করেন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালের কার্ডিওভাস্কুলার ও থোরাসিক সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. শহীদুল আমিন।

জানা গেছে, গত ডিসেম্বর মাসে ছাগলনাইয়া উপজেলার সোনাপুর গ্রামের আবদুল খালেকের ছেলে জাহিদুল ইসলাম (২৫) পায়ের সমস্যা নিয়ে ঢাকা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের কার্ডিওভাস্কুলার বিশেষজ্ঞ ডা. মো: শহীদুল আমিন'র ফেনীস্থ চেম্বার ম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার চিকিৎসা নিতে আসেন। চিকিৎসক বিভিন্ন পরিক্ষা নিরিক্ষা করে জানান, তার পায়ে নার্ভ সমস্যা আকা বাঁকা এতে রোগীর স্বাভাবিক চলাফেরা অসুবিধা হচ্ছে। তাই পায়ে অপারেশন করার পরামর্শ দেন চিকিৎসক।

এরই সূত্র ধরে ১৯ জানুয়ারি বিকেলে ফেনী রয়েল হাসপাতালে ভর্তি হয় জাহিদুল ইসলাম। রাতে ডা. শহীদুল আমিন ও ডা. বাদলের নেতৃত্বে একটি টিম ঘন্টাব্যাপি এ অপারেশন সফল করেন। ভেরিকোজ ফ্রিকোয়েন্স ব্রেনের লেজার অপারেশন, রেডিওফ্রিকোয়েন্সি অ্যাবলেশন এতে পায়ের আকা বাঁকা রক্তনালির কানেকশান ছোট একটি ছিদ্রের মাধ্যমে এ অপারেশন করা সম্ভব। আগে এ অপারেশন করতে রোগির দেহে ২/৩টি স্থানে ছিদ্র করা লাগতো এখন অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে একটি ছিদ্র দিয়ে এ অপারেশন করা সম্ভব হচ্ছে। সম্পূর্ণ ডুপ্লেক্স মেশিনের মাধ্যমে এ কাজ করা হয়। এতে রোগীর জন্য অনেক সুবিধা জনক। এ ডুপ্লেক্স মেশিনের মাধ্যমে অপারেশন করলে রোগী পরদিন স্বাভাবিক চলাফেরা করতে পারে জানান চিকিৎসক । রয়েল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম জানান, ফেনীতে প্রথম এ ধরনের অপারেশন করে সফলতা পাওয়া আমরা গর্বিত। খরচ, সময় ও জার্নি সবই কম লাগবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow