ফেনীতে মনোনয়ন প্রত্যাহার করলেন ৪ প্রার্থী
ফেনীর ৩টি আসনের মধ্যে ৪ প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। এসব প্রার্থিতা প্রত্যাহার পর ফেনী-১ আসনে ৭ জন, ফেনী-২ আসনে ১১ জন ও ফেনী-৩ আসনে ৮ জনসহ মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ২৬ জনে। নির্বাচন কমিশন জানায়, জেলার তিনটি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের নাজমুল আলম, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ আলী ও ফেনী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী খালেদ মাহমুদ প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) আসনে প্রার্থী সংখ্যা দাঁড়ালো ৭ জনে। এরা হলেন- বিএনপির প্রার্থী দলের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মুন্সি রফিকুল আলম, জামায়াতের এস এম কামাল উদ্দিন, জাতীয় পার্টির মোতাহের হোসেন চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজী গোলাম কিবরিয়া, বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে আনোয়ার উল্ল্যাহ ভূঞা, বাংলাদেশ কংগ্রেসের ফিরোজ উদ্দিন চৌধুরী, মুসলিম লীগের মাহবুব মোর্শেদ মজুমদার। ফেনী-২ (সদর) আসনে প্রার্থী সংখ্যা দাঁড়ালো ১১ জনে। এরা হলেন- বিএনপির প্রার্থী জয়নাল আবেদিন, এবি পার
ফেনীর ৩টি আসনের মধ্যে ৪ প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। এসব প্রার্থিতা প্রত্যাহার পর ফেনী-১ আসনে ৭ জন, ফেনী-২ আসনে ১১ জন ও ফেনী-৩ আসনে ৮ জনসহ মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ২৬ জনে। নির্বাচন কমিশন জানায়, জেলার তিনটি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের নাজমুল আলম, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ আলী ও ফেনী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী খালেদ মাহমুদ প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) আসনে প্রার্থী সংখ্যা দাঁড়ালো ৭ জনে। এরা হলেন- বিএনপির প্রার্থী দলের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মুন্সি রফিকুল আলম, জামায়াতের এস এম কামাল উদ্দিন, জাতীয় পার্টির মোতাহের হোসেন চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজী গোলাম কিবরিয়া, বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে আনোয়ার উল্ল্যাহ ভূঞা, বাংলাদেশ কংগ্রেসের ফিরোজ উদ্দিন চৌধুরী, মুসলিম লীগের মাহবুব মোর্শেদ মজুমদার। ফেনী-২ (সদর) আসনে প্রার্থী সংখ্যা দাঁড়ালো ১১ জনে। এরা হলেন- বিএনপির প্রার্থী জয়নাল আবেদিন, এবি পার্টির চেয়ারম্যান মো. মজিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ একরামুল হক ভূঞা, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সামসুদ্দিন মজুমদার, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদীর (বাসদ) জসিম উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস হারুনুর রশিদ ভূঞা, ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী তাহিরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ আবুল হোসেন, গণঅধিকার পরিষদের মো. তারেকুল ইসলাম ভূঞা ও আমজনতা দলের সাইফুল করিম মজুমদার ও স্বতন্ত্র মো. ইসমাইল।
ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ৮ জন। এরা হলেন- বিএনপির প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, জামায়াতের প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিক, জাতীয় পার্টির মো. আবু সুফিয়ান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সাইফ উদ্দিন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. আবু নাছের, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) আবদুল মালেক, বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে এডভোকেট মোহাম্মদ খালেদুজ্জামান পাটোয়ারী, ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী হাসান আহমেদ। এদিকে ঘোষিত তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দের তারিখ আগামীকাল বুধবার (২১ জানুয়ারি)। ২২ জানুয়ারি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার প্রচারণা শুরু হবে। আগামী ১২ ফেব্রুয়ারি বিরতিহীনভাবে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
What's Your Reaction?