ফেনী ২ আসনে মজিবুর রহমানের সমর্থনে সর্বশক্তি দিয়ে কাজ করতে হবে: ডা. তাহের
ফেনী সদর আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজিবুর রহমান মঞ্জুকে বিজয়ী করতে সর্বশক্তি দিয়ে মাঠে নামার আহবান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সোমবার রাতে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকাস্থ ফেনী সদর উন্নয়ন পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান। এবি পার্টির চেয়ারম্যান ও ফেনী সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মঞ্জুর সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফেনী ফোরাম ঢাকার সভাপতি ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী কবির আহমদ। ডা. তাহের বলেন, এবারের নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতির প্রয়োজনে ১০ দলীয় জোট গঠিত হয়েছে এবং জামায়াত নেতাকর্মীদের এই জোটকে জেতাতে ঐতিহাসিক ভুমিকা পালন করতে হবে। জাতীয় রাজনীতিতে মজিবুর রহমান মঞ্জুর ভুমিকা স্মরণ করে ডা. তাহের বলেন মঞ্জু আমাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং জুলাই অভ্যুত্থান এবং জুলাই সনদের পেছনে মঞ্জুর ভুমিকা ভোলা যাবে না। ফেনী জেলা জামায়াতের নেতাকর্মীদেরকে নিজেদের প্রার্থী মনে করে মঞ্জুকেও বিজয়ী করার আহবান জানান আব্দুল্লাহ তাহের। মতবিনিময় সভা
ফেনী সদর আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজিবুর রহমান মঞ্জুকে বিজয়ী করতে সর্বশক্তি দিয়ে মাঠে নামার আহবান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সোমবার রাতে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকাস্থ ফেনী সদর উন্নয়ন পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান।
এবি পার্টির চেয়ারম্যান ও ফেনী সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মঞ্জুর সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফেনী ফোরাম ঢাকার সভাপতি ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী কবির আহমদ। ডা. তাহের বলেন, এবারের নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতির প্রয়োজনে ১০ দলীয় জোট গঠিত হয়েছে এবং জামায়াত নেতাকর্মীদের এই জোটকে জেতাতে ঐতিহাসিক ভুমিকা পালন করতে হবে। জাতীয় রাজনীতিতে মজিবুর রহমান মঞ্জুর ভুমিকা স্মরণ করে ডা. তাহের বলেন মঞ্জু আমাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং জুলাই অভ্যুত্থান এবং জুলাই সনদের পেছনে মঞ্জুর ভুমিকা ভোলা যাবে না। ফেনী জেলা জামায়াতের নেতাকর্মীদেরকে নিজেদের প্রার্থী মনে করে মঞ্জুকেও বিজয়ী করার আহবান জানান আব্দুল্লাহ তাহের।
মতবিনিময় সভায় বক্তব্য দেন এমপি প্রার্থী মজিবুর রহমান মঞ্জু, ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, বিশিষ্ট চিকিৎসক ডা. মাহমুদুল হক, ফেনী জেলা এবি পার্টির সদস্য সচিব ফজলুল হক, জেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল মালেক, প্রচার সম্পাদক আনম আব্দুর রহিম, ফেনী শহর শিবিরের সভাপতি ওমর ফারুক, এনসিপির কেন্দ্রীয় নেতা মনসুর আলম, বিডি পার্টির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম প্রমুখ।
মজিবুর রহমান মঞ্জু বলেন, দীর্ঘ ৩৫ বছরের রাজনৈতিক জীবনে কখনো নীতির প্রশ্নে আপোষ করেন নাই। দেশ জাতির জন্য সারাজীবন কাজ করে যাওয়ার প্রত্যয় জানান তিনি। মঞ্জু বলেন, ৫ মে থেকে যে রাজনৈতিক ঐক্যের পাটাতন তৈরি হয়েছে তার পেছন ভুমিকা রেখে তিনি সন্তুষ্ট, একইভাবে জুলাই অভ্যুত্থানের পরিকল্পনা এবং মাঠের নেতৃত্ব দিয়ে জেল খাটা ও গুলি খাওয়ার স্মৃতি তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। জাতীয় রাজনীতিতে অতিরিক্ত ব্যস্ততার কারণে ফেনীতে বেশি সময় দিতে না পারায় দু:খ প্রকাশ করে তিনি বলেন, সরকারের বিভিন্ন মহলে যোগাযোগ থাকার কারণে ফেনীর বন্যা নিয়ন্ত্রণে সাড়ে চার হাজার কোটি টাকা বরাদ্দ করাতে পেরেছেন তিনি। এছাড়া তার চেষ্টায় ফেনী সদর হাসপাতালকে ২৫০ বেড থেকে ৫০০ বেডে রুপান্তর করে পর্যায়ক্রমে এটিকে মেডিকেল কলেজে পরিণত করতে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। মঞ্জু বলেন, জনতার রায় পেলে দীর্ঘদিন বঞ্চিত ফেনী জেলাকে আধুনিক জেলায় পরিনত করবেন তিনি।
জেলা আমির মুফতি আব্দুল হান্নান বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য দেখিয়ে জামায়াতের ফেনীর সকল নেতাকর্মী মজিবুর রহমান মঞ্জুকে বিজয়ী করতে কাজ করবে।
What's Your Reaction?