ফোনের কভার ব্যাবহারের আগে জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

আমাদের অনেকেই নিজের ফোনটাকে সুন্দর করে রাখতে ভালোবাসি। রঙিন কভার, স্টাইলিশ ডিজাইন বা নানা ধরনের এক্সেসরিজ ব্যবহার করলে ফোন দেখতে আকর্ষণীয় লাগে। এতে ব্যক্তিগত পছন্দের প্রকাশও ঘটে। কিন্তু অনেক সময় এই সৌন্দর্যের খোঁজেই আমরা অজান্তে ফোনের ক্ষতি করে ফেলি। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে অ্যান্ড্রয়েড ও আইফোনসহ প্রায় সব স্মার্টফোনের একটি বড় সমস্যা হলো অতিরিক্ত গরম হয়ে যাওয়া। ফোন যত বেশি গরম হয়, ব্যাটারি তত দ্রুত নষ্ট হতে শুরু করে এবং পারফরম্যান্সও কমে যায়। আধুনিক ফোনে তাপ নিয়ন্ত্রণের জন্য বিশেষ প্রযুক্তি থাকে। ফোনের ভেতরে তৈরি হওয়া গরম যেন সহজে বাইরে বের হয়ে যেতে পারে, সে ব্যবস্থাই করা হয়। কিন্তু যখন মোটা, ভারী বা শক্ত ব্যাক কভার ব্যবহার করা হয়, তখন সেই তাপ বের হওয়ার পথ বাধাগ্রস্ত হয়। এর ফলে ফোন আরও বেশি গরম হয়ে ওঠে। দীর্ঘদিন এমন হলে ফোনের ভেতরের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক সময় স্ক্রিনে সবুজ বা হালকা রেখা দেখা দেয়। ক্যামেরার পারফরম্যান্সও আগের মতো নাও থাকতে পারে। তাহলে কি কভার ছাড়া ফোন ব্যবহার করাই ভালো? বিশেষজ্ঞরা বলছেন, সেটিও নিরাপদ নয়। কারণ হাত থেকে পড়ে গেলে ফোন ভেঙে যাওয়ার ঝুঁকি থ

ফোনের কভার ব্যাবহারের আগে জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

আমাদের অনেকেই নিজের ফোনটাকে সুন্দর করে রাখতে ভালোবাসি। রঙিন কভার, স্টাইলিশ ডিজাইন বা নানা ধরনের এক্সেসরিজ ব্যবহার করলে ফোন দেখতে আকর্ষণীয় লাগে। এতে ব্যক্তিগত পছন্দের প্রকাশও ঘটে। কিন্তু অনেক সময় এই সৌন্দর্যের খোঁজেই আমরা অজান্তে ফোনের ক্ষতি করে ফেলি।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে অ্যান্ড্রয়েড ও আইফোনসহ প্রায় সব স্মার্টফোনের একটি বড় সমস্যা হলো অতিরিক্ত গরম হয়ে যাওয়া। ফোন যত বেশি গরম হয়, ব্যাটারি তত দ্রুত নষ্ট হতে শুরু করে এবং পারফরম্যান্সও কমে যায়।

আধুনিক ফোনে তাপ নিয়ন্ত্রণের জন্য বিশেষ প্রযুক্তি থাকে। ফোনের ভেতরে তৈরি হওয়া গরম যেন সহজে বাইরে বের হয়ে যেতে পারে, সে ব্যবস্থাই করা হয়। কিন্তু যখন মোটা, ভারী বা শক্ত ব্যাক কভার ব্যবহার করা হয়, তখন সেই তাপ বের হওয়ার পথ বাধাগ্রস্ত হয়।

এর ফলে ফোন আরও বেশি গরম হয়ে ওঠে। দীর্ঘদিন এমন হলে ফোনের ভেতরের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক সময় স্ক্রিনে সবুজ বা হালকা রেখা দেখা দেয়। ক্যামেরার পারফরম্যান্সও আগের মতো নাও থাকতে পারে।

তাহলে কি কভার ছাড়া ফোন ব্যবহার করাই ভালো? বিশেষজ্ঞরা বলছেন, সেটিও নিরাপদ নয়। কারণ হাত থেকে পড়ে গেলে ফোন ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে।

এর সহজ সমাধান হলো হালকা ও পাতলা, ভালো মানের কভার ব্যবহার করা। খুব মোটা বা ভারী কভার এড়িয়ে চলাই ভালো। বিশেষ করে গেম খেলার সময় বা ফোন চার্জে দিলে কভার খুলে রাখলে উপকার পাওয়া যায়। এতে ফোনের গরম সহজে বের হয়ে যায় এবং অতিরিক্ত তাপ জমে থাকে না।

ফোনকে সুন্দর দেখানোর পাশাপাশি সুরক্ষিত রাখাও জরুরি। তবে সেই সুরক্ষা যেন ফোনের ক্ষতির কারণ না হয়, সেদিকেও খেয়াল রাখা দরকার। একটু সচেতন হলেই ফোন থাকবে ঠান্ডা, নিরাপদ এবং দীর্ঘদিন ভালো অবস্থায়।

সূত্র : এনডিটিভি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow