ফোনে তিন-ভাঁজের ডিসপ্লে, ২০০ মেগাপিক্সেল ক্যামেরা
বহুল প্রতীক্ষিত তিন-ভাঁজের স্মার্টফোন গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড আনছে স্যামসাং। আগামী ১২ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার বাজারে প্রথমবারের মতো বিক্রি শুরু হবে ডিভাইসটি। এরপর পর্যায়ক্রমে চীন, তাইওয়ান, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের বাজারেও উন্মুক্ত হবে সেটি। আমেরিকার বাজারে ফোনটি পৌঁছাবে ২০২৬ সালের প্রথম প্রান্তিকে। এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়, তিন-প্যানেলযুক্ত এই নতুন স্মার্টফোনে স্যামসাং ব্যবহার করেছে ভেতরের দিকে ভাঁজ হওয়া ডিজাইন, যা প্রধান ডিসপ্লেকে সুরক্ষা দেবে। ভুলভাবে ভাঁজ করা হলে ফোনটি স্বয়ংক্রিয়ভাবে কেঁপে উঠবে এবং অনস্ক্রিন সতর্কবার্তা দেখাবে। সম্পূর্ণ খোলা অবস্থায় গ্যালাক্সি জেড ট্রাইফোল্ডের ডিসপ্লের আকার ১০ ইঞ্চি, ভাঁজ করলে কভার স্ক্রিন ৬ দশমিক ৫ ইঞ্চি। খোলা অবস্থায় ডিভাইসটির পুরুত্ব ৩ দশমিক ৯ মি. মি. এবং ভাঁজ করা অবস্থায় ১২ দশমিক ৯ মি. মি.। ওজনে এটি প্রচলিত ফোল্ডেবল ফোনের তুলনায় ভারী। গ্যালাক্সি জেড ফোল্ড ৭-এর ওজন যেখানে ২১৫ গ্রাম, সেখানে ট্রাইফোল্ডের ওজন ৩০৯ গ্রাম। স্যামসাং জানায়, ডিভাইসটি নতুনভাবে নকশা করা হয়েছে, যা দীর্ঘদিন ব্যবহারেও ভালো থাকবে। স্ক্রিনে বিশেষ রিইন
বহুল প্রতীক্ষিত তিন-ভাঁজের স্মার্টফোন গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড আনছে স্যামসাং। আগামী ১২ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার বাজারে প্রথমবারের মতো বিক্রি শুরু হবে ডিভাইসটি। এরপর পর্যায়ক্রমে চীন, তাইওয়ান, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের বাজারেও উন্মুক্ত হবে সেটি। আমেরিকার বাজারে ফোনটি পৌঁছাবে ২০২৬ সালের প্রথম প্রান্তিকে।
এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়, তিন-প্যানেলযুক্ত এই নতুন স্মার্টফোনে স্যামসাং ব্যবহার করেছে ভেতরের দিকে ভাঁজ হওয়া ডিজাইন, যা প্রধান ডিসপ্লেকে সুরক্ষা দেবে। ভুলভাবে ভাঁজ করা হলে ফোনটি স্বয়ংক্রিয়ভাবে কেঁপে উঠবে এবং অনস্ক্রিন সতর্কবার্তা দেখাবে।
সম্পূর্ণ খোলা অবস্থায় গ্যালাক্সি জেড ট্রাইফোল্ডের ডিসপ্লের আকার ১০ ইঞ্চি, ভাঁজ করলে কভার স্ক্রিন ৬ দশমিক ৫ ইঞ্চি। খোলা অবস্থায় ডিভাইসটির পুরুত্ব ৩ দশমিক ৯ মি. মি. এবং ভাঁজ করা অবস্থায় ১২ দশমিক ৯ মি. মি.। ওজনে এটি প্রচলিত ফোল্ডেবল ফোনের তুলনায় ভারী। গ্যালাক্সি জেড ফোল্ড ৭-এর ওজন যেখানে ২১৫ গ্রাম, সেখানে ট্রাইফোল্ডের ওজন ৩০৯ গ্রাম।
স্যামসাং জানায়, ডিভাইসটি নতুনভাবে নকশা করা হয়েছে, যা দীর্ঘদিন ব্যবহারেও ভালো থাকবে। স্ক্রিনে বিশেষ রিইনফোর্সড ওভারকোট দেওয়া হয়েছে টেকসই করার জন্য।
পারফরমেন্সের ক্ষেত্রে ডিভাইসটিতে রয়েছে কাস্টমাইজড স্ন্যাপড্রাগন ৮ চিপসেট। ব্যাটারি ক্ষমতা ৫ হাজার ৬০০ মিলি অ্যাম্পিয়ার, সঙ্গে ৪৫ ওয়াট সুপার-ফাস্ট চার্জিং সুবিধা।
পেছনের ক্যামেরা সেটআপে থাকছে ১২ মেগাপিক্সেল আলট্রাওয়াইড, ২০০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল, ১০ মেগাপিক্সেল টেলিফটো, যা গ্যালাক্সি জেড ফোল্ড ৭-এর ক্যামেরার সমান। সামনে-মূল স্ক্রিন ও কভার স্ক্রিন উভয় দিকেই ১০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।
স্যামসাং এখনো গ্যালাক্সি জেড ট্রাইফোল্ডের দাম ঘোষণা করেনি। তবে বিশেষজ্ঞদের ধারণা ডিভাইসটির দাম প্রিমিয়াম রেঞ্জেই থাকবে।
শাহজালাল/আরএমডি/জেআইএম
What's Your Reaction?