ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

দেশের ক্রমবর্ধমান ফ্রিল্যান্সিং খাতকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে ফ্রিল্যান্সারদের নিবন্ধন ও আইডি কার্ড (পরিচয়পত্র) দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড কার্যক্রমের জন্য একটি পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম প্রস্তুত করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। নিবন্ধনের আওতায় আসা ফ্রিল্যান্সাররা আইডি কার্ড ব্যবহার করে ব্যাংকিং সেবা গ্রহণ, ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা, আর্থিক প্রণোদনা, পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রশিক্ষণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সহজে পেতে পারবেন। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের প্রথম জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড কার্যক্রমের ডিজিটাল প্ল্যাটফর্ম freelancers.gov.bd-এর ভলনারেবিলিটি অ্যাসেসমেন্ট ও পেনিট্রেশন টেস্টিং সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে প্ল্যাটফর্মটির নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত করা হয়েছে। এই উদ্যোগের ফলে ব্যাংক, সরকারি সংস্থা ও বেসরকারি খাতের সঙ্গে ফ্রিল্যান্সারদের সংযোগ আরও দৃঢ় হবে, যা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

দেশের ক্রমবর্ধমান ফ্রিল্যান্সিং খাতকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে ফ্রিল্যান্সারদের নিবন্ধন ও আইডি কার্ড (পরিচয়পত্র) দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড কার্যক্রমের জন্য একটি পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম প্রস্তুত করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

নিবন্ধনের আওতায় আসা ফ্রিল্যান্সাররা আইডি কার্ড ব্যবহার করে ব্যাংকিং সেবা গ্রহণ, ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা, আর্থিক প্রণোদনা, পাশাপাশি সরকারি ও বেসরকারি প্রশিক্ষণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সহজে পেতে পারবেন।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের প্রথম জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড কার্যক্রমের ডিজিটাল প্ল্যাটফর্ম freelancers.gov.bd-এর ভলনারেবিলিটি অ্যাসেসমেন্ট ও পেনিট্রেশন টেস্টিং সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে প্ল্যাটফর্মটির নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত করা হয়েছে।

এই উদ্যোগের ফলে ব্যাংক, সরকারি সংস্থা ও বেসরকারি খাতের সঙ্গে ফ্রিল্যান্সারদের সংযোগ আরও দৃঢ় হবে, যা দেশের ডিজিটাল অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছে মন্ত্রণালয়।

এ ছাড়া তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে এটিকে একটি কৌশলগত জাতীয় উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow