ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী রুবেল ফের রিমান্ডে 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি করিম মাসুদ ওরফে রাহুলের ঘনিষ্ঠ সহযোগী ফয়সাল রুবেল আহমেদকে ফের তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।  বুধবার (২৮ জানুয়ারি)  ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রিমান্ডেরর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই মো. রুকনুজ্জামান রিমান্ডের তথ্য নিশ্চিত করেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রোর (পূর্ব) সহকারি পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা তাকে সাতদিনের রিমান্ডে পাঠানোর আবেদন করেন। তদন্ত কর্মকর্তা আদালতে বলেন, ৬ দিনের রিমান্ডে সে অনেক তথ্য দিয়েছে। যাচাই বাছাই করার জন্য আরও তথ্য দরকার। এ ছাড়া তদন্তের জন্য তার সাত দিনের রিমান্ড চাই। তবে এসময় তারপক্ষে কোনো আইনজীবী ছিল না। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। তিনি আদালতে  বলেন, হাদি হত্যার ঘটনা হুটহাট করে হয়নি।সে অন্যতম আসামি। তার কাছে দুইটা মোবাইল পাওয়া গেছে। ফরেনসিকে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে আরও তথ্য পাওয়া যাবে। মামলার ন্যায় বিচারের স্বার্থে তাকে সাতদিনের রিমান্ডে পাঠানো হোক। আদালতের অনুমতি নিয়ে এ আসামি রুবেল বলেন

ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী রুবেল ফের রিমান্ডে 


ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি করিম মাসুদ ওরফে রাহুলের ঘনিষ্ঠ সহযোগী ফয়সাল রুবেল আহমেদকে ফের তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। 

বুধবার (২৮ জানুয়ারি)  ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রিমান্ডেরর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই মো. রুকনুজ্জামান রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রোর (পূর্ব) সহকারি পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা তাকে সাতদিনের রিমান্ডে পাঠানোর আবেদন করেন। তদন্ত কর্মকর্তা আদালতে বলেন, ৬ দিনের রিমান্ডে সে অনেক তথ্য দিয়েছে। যাচাই বাছাই করার জন্য আরও তথ্য দরকার। এ ছাড়া তদন্তের জন্য তার সাত দিনের রিমান্ড চাই। তবে এসময় তারপক্ষে কোনো আইনজীবী ছিল না।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। তিনি আদালতে  বলেন, হাদি হত্যার ঘটনা হুটহাট করে হয়নি।সে অন্যতম আসামি। তার কাছে দুইটা মোবাইল পাওয়া গেছে। ফরেনসিকে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে আরও তথ্য পাওয়া যাবে। মামলার ন্যায় বিচারের স্বার্থে তাকে সাতদিনের রিমান্ডে পাঠানো হোক।

আদালতের অনুমতি নিয়ে এ আসামি রুবেল বলেন, আদালত যে রুবেল জড়িত সেই কামরুজ্জামান রুবেল আমি না। আমি একটা চাকরি করি। হত্যাকাণ্ডের কোনো জায়গায় জড়িত না। আমার বাসা আদাবর ছিল এজন্য মনে করেছে যে ওই রুবেল আমি।

এর জবাবে তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, সে রুবেল ও এ মামলায় অভিযুক্ত আসামি। তার নামও রুবেল। তবে এই রুবেলও হাদি হত্যার মূল আসামি ফয়সাল করিম মাসুদের সহযোগী। এ আসামি রুবেল  ছয়দিনের রিমান্ডে তা স্বীকারও করেছেন। পরে আদালত বলেন আপনাকে ওই রুবেল হিসবে ধরা হয়নি। এরপরে তাকে তিনদিনের  রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

এর আগে গত ২১ জানুয়ারি  বুধবার মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জের আটি নয়াবাজার এলাকা থেকে ডিবি পুলিশেন সহায়তায় রুবেলকে গ্রেপ্তার করে সিআইডি। পরদিন গত ২২ জানুয়ারি আদালত রুবেলকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow