বগুড়ায় ২ কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী আটক

বগুড়া জেলার শেরপুর থানা এলাকা থেকে অভিযান চালিয়ে একটি ১ কেজি এবং একটি ১২ কেজি ওজনের মূল্যবান কষ্টি পাথরের তৈরি দুটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র‌্যাব -১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ্ড কোম্পানি (সিপিএসসি) বগুড়ার একটি দল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফারুক আহমেদ (৩৪) নামের এক পাচারকারীকে আটক করা হয়েছে। সে তাড়াশ সিরাজগঞ্জের তালম ইউনিয়নের লাউতা গ্রামের আজিজ এর ছেলে। শনিবার ২৯ নভেম্বর দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছে। র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ নভেম্বর বিকেল ৫টার দিকে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ জানতে পারে যে, বগুড়ার শেরপুরের বিশালপুর ইউনিয়নের ভাই ভাই নিউ মার্কেটে একজন ব্যক্তি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছেন। র‌্যাব-১২ অধিনায়কের দিকনির্দেশনায়, বিকেল সাড়ে ৫টার দিকে আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। ভাই ভাই নিউ মার্কেটের তাহমিদ ভ্যারাইটিজ ষ্টোর এর সামনে থেকে পাচারকারী ফারুককে আটক করে। তাকে আটকের সময় তার হেফাজত থেকে ১

বগুড়ায় ২ কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী আটক

বগুড়া জেলার শেরপুর থানা এলাকা থেকে অভিযান চালিয়ে একটি ১ কেজি এবং একটি ১২ কেজি ওজনের মূল্যবান কষ্টি পাথরের তৈরি দুটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র‌্যাব -১২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ্ড কোম্পানি (সিপিএসসি) বগুড়ার একটি দল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফারুক আহমেদ (৩৪) নামের এক পাচারকারীকে আটক করা হয়েছে। সে তাড়াশ সিরাজগঞ্জের তালম ইউনিয়নের লাউতা গ্রামের আজিজ এর ছেলে।

শনিবার ২৯ নভেম্বর দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছে। র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ নভেম্বর বিকেল ৫টার দিকে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ জানতে পারে যে, বগুড়ার শেরপুরের বিশালপুর ইউনিয়নের ভাই ভাই নিউ মার্কেটে একজন ব্যক্তি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছেন।

র‌্যাব-১২ অধিনায়কের দিকনির্দেশনায়, বিকেল সাড়ে ৫টার দিকে আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। ভাই ভাই নিউ মার্কেটের তাহমিদ ভ্যারাইটিজ ষ্টোর এর সামনে থেকে পাচারকারী ফারুককে আটক করে। তাকে আটকের সময় তার হেফাজত থেকে ১ কেজি ওজনের একটি কালো কষ্টি পাথরের ফ্রেমে খোদাই করা বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। মূর্তিটির দৈর্ঘ্য ৮ ইঞ্চি এবং প্রস্থ ৩.৫ ইঞ্চি।

এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফারুক আহমেদের দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব দল সন্ধ্যা সাড় ৬টায় সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন তালম ইউনিয়নের লাউতা গ্রামে তার বসতবাড়ীতে অভিযান চালায়। তার বসতবাড়ীর খাটের নিচ থেকে আরও একটি ১২ কেজি ওজনের কালো কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। এই মূর্তিটির দৈর্ঘ্য ২৫ ইঞ্চি (নিচের সূচালো অংশ সহ) এবং প্রস্থ ১০ ইঞ্চি। র‌্যাব জানিয়েছে, উদ্ধারকৃত ০২টি বিষ্ণু মূর্তির আনুমানিক মূল্য ১৩ লক্ষ টাকা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow