বগুড়ার শেরপুরে বৃদ্ধার বাড়িতে ডাকাতি, এলাকায় আতঙ্ক

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের দলিল গ্রামে এক বৃদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এই বাড়িটিতে আগেও একাধিকবার ডাকাতির ঘটনা ঘটেছিল।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে সংঘবদ্ধ ৫-৬ জনের একটি ডাকাত দল বাড়ির বাউন্ডারির তারকাঁটার বেড়া এবং জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে এই ডাকাতি করে। ভুক্তভোগী মৃত হাবিবুর রহমানের ছেলে আহসানুল হক লিটন কর্মসূত্রে ঢাকায় অবস্থান করায় তার বৃদ্ধা মা দীর্ঘদিন ধরে বাড়িতে একাই বসবাস করছিলেন।রাতে ডাকাত দল ঘরের ভেতরে ঢুকে বাড়িঘর তছনছ করে তেমন কিছু না পেয়ে বৃদ্ধার কানের গহনা খুলে নেয় এবং বাড়ির ভেতরে থাকা কিছু নতুন কাপড়চোপড় লুট করে নিয়ে যায়। ডাকাতরা পালিয়ে যাওয়ার পর বৃদ্ধা মহিলা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে দেখেন, বাড়ির চারপাশের তারকাঁটার বেষ্টনী কেটে ফেলা হয়েছে এবং জানালার গ্রিল কেটে ডাকাতরা ভেতরে প্রবেশ করেছে।এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে একাকী বসবাসকারী নারী ও বৃদ্ধদের মধ্যে নিরাপত্তাহীনতা নিয়ে এখন শঙ্কা দেখা দিয়েছে।এ বিষয়ে ভুক্তভোগী বৃদ্ধার জামাতা রাজু আহম্মেদ বলেন, এই বাড়িতে আগেও কয়েকবার ডাকাতি হয়েছে। এবার প্রায়

বগুড়ার শেরপুরে বৃদ্ধার বাড়িতে ডাকাতি, এলাকায় আতঙ্ক

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের দলিল গ্রামে এক বৃদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এই বাড়িটিতে আগেও একাধিকবার ডাকাতির ঘটনা ঘটেছিল।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে সংঘবদ্ধ ৫-৬ জনের একটি ডাকাত দল বাড়ির বাউন্ডারির তারকাঁটার বেড়া এবং জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে এই ডাকাতি করে। ভুক্তভোগী মৃত হাবিবুর রহমানের ছেলে আহসানুল হক লিটন কর্মসূত্রে ঢাকায় অবস্থান করায় তার বৃদ্ধা মা দীর্ঘদিন ধরে বাড়িতে একাই বসবাস করছিলেন।

রাতে ডাকাত দল ঘরের ভেতরে ঢুকে বাড়িঘর তছনছ করে তেমন কিছু না পেয়ে বৃদ্ধার কানের গহনা খুলে নেয় এবং বাড়ির ভেতরে থাকা কিছু নতুন কাপড়চোপড় লুট করে নিয়ে যায়। ডাকাতরা পালিয়ে যাওয়ার পর বৃদ্ধা মহিলা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে দেখেন, বাড়ির চারপাশের তারকাঁটার বেষ্টনী কেটে ফেলা হয়েছে এবং জানালার গ্রিল কেটে ডাকাতরা ভেতরে প্রবেশ করেছে।

এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে একাকী বসবাসকারী নারী ও বৃদ্ধদের মধ্যে নিরাপত্তাহীনতা নিয়ে এখন শঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী বৃদ্ধার জামাতা রাজু আহম্মেদ বলেন, এই বাড়িতে আগেও কয়েকবার ডাকাতি হয়েছে। এবার প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে। কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা প্রশাসনের কাছে এলাকায় নিয়মিত টহল ও নিরাপত্তা জোরদারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইব্রাহীম আলী বলেন, বিষয়টি জানার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow