বগুড়ায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে অবিস্ফোরিত ৩ ককটেল উদ্ধার
বগুড়ার ধুনটে গ্রামীণ ব্যাংকের মথুরাপুর শাখা কার্যালয়ের প্রধান ফটক থেকে ৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১টায় উপজেলার পিরহাটী গ্রামে মথুরাপুর-চান্দাইকোনা পাকা সড়কের পাশে অবস্থিত ব্যাংকটির কার্যালয় থেকে এ ককটেল উদ্ধার করে পুলিশ। গ্রামীণ ব্যাংকের মথুরাপুর শাখা ব্যবস্থাপক রঞ্জন দত্ত বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বোরকা পরা অজ্ঞাত পরিচয় দুই নারী গ্রাহক সেজে অন্যান্য সদস্যদের সঙ্গে গ্রামীণ ব্যাংকের অফিসের সামনে দিয়ে ঘোরাফেরা করে। এ সময় অফিসের ভেতর দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলাম। কিছুক্ষণ পর ব্যাংকের প্রধান ফটকে ১টি ব্যাগ ঝুলন্ত অবস্থায় দেখে সন্দেহ হয়। তখন ব্যাগ খুলে তার ভেতর লাল রঙের ৩টি তাজা ককটেল পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, গ্রাহকের ছদ্মবেশে আসা অজ্ঞাত পরিচয়ে ওই নারীরা ব্যাগের ভেতর ককটেল রেখে সটকে পড়েছে। পরে বিষয়টি থানায় খবর দেওয়া হয়। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যাংকের কার্যক্রম অন্যান্য দিনের ন্যায় চলমান রয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন
বগুড়ার ধুনটে গ্রামীণ ব্যাংকের মথুরাপুর শাখা কার্যালয়ের প্রধান ফটক থেকে ৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১টায় উপজেলার পিরহাটী গ্রামে মথুরাপুর-চান্দাইকোনা পাকা সড়কের পাশে অবস্থিত ব্যাংকটির কার্যালয় থেকে এ ককটেল উদ্ধার করে পুলিশ।
গ্রামীণ ব্যাংকের মথুরাপুর শাখা ব্যবস্থাপক রঞ্জন দত্ত বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বোরকা পরা অজ্ঞাত পরিচয় দুই নারী গ্রাহক সেজে অন্যান্য সদস্যদের সঙ্গে গ্রামীণ ব্যাংকের অফিসের সামনে দিয়ে ঘোরাফেরা করে। এ সময় অফিসের ভেতর দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলাম। কিছুক্ষণ পর ব্যাংকের প্রধান ফটকে ১টি ব্যাগ ঝুলন্ত অবস্থায় দেখে সন্দেহ হয়। তখন ব্যাগ খুলে তার ভেতর লাল রঙের ৩টি তাজা ককটেল পাওয়া যায়।
ধারণা করা হচ্ছে, গ্রাহকের ছদ্মবেশে আসা অজ্ঞাত পরিচয়ে ওই নারীরা ব্যাগের ভেতর ককটেল রেখে সটকে পড়েছে। পরে বিষয়টি থানায় খবর দেওয়া হয়। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যাংকের কার্যক্রম অন্যান্য দিনের ন্যায় চলমান রয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উদ্ধার করা ককটেল ৩টি থানা হেফাজতে এনে পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিতভাবে অভিযোগ করা হয়নি।
এল.বি/কেএইচকে/এএসএম
What's Your Reaction?