বগুড়ায় জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা

4 days ago 12

জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বগুড়া রাইজিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সাইফ মোস্তাফিজ, মুনিরা সুলতানা, তাহসিন রিয়াজ ও সাকিব মাহদী।

সভায় কেন্দ্রীয় সদস্য সাকিব মাহদী বলেন, জাতীয় নাগরিক কমিটি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চায়। নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসেবে জাতীয় নাগরিক কমিটি থানায় থানায় তরুণ নাগরিকদের ঐক্যবদ্ধ করছে।

কেন্দ্রীয় সদস্য তাহসিন রিয়াজ বলেন, ফ্যাসিবাদের সম্পূর্ণ বিলোপ এখনও ঘটেনি। ফ্যাসিবাদের সম্পূর্ণ বিলোপ ঘটিয়ে স্বপ্নের বাংলাদেশ ন্যায়ের বাংলাদেশ গড়তে নাগরিক কমিটি কাজ করে যাচ্ছে দেশজুড়ে। আমাদের সাথে কারো শত্রুতা নাই, তবে দুর্নীতি, চাঁদাবাজির ব্যাপারে কোন আপোষ নাই।

কেন্দ্রীয় সদস্য মনিরা শারমিন বলেন, গত ১৬ বছরের ফ্যাসীবাদী ব্যবস্থায় সবচেয়ে বৈষম্যের শিকার বগুড়া। নির্বাচন কখন হবে তা ঠিক করবে অভ্যুত্থানে আহতরা, শহিদের পরিবার। আমাদের শহিদরা শুধু একটা নির্বাচনের জন্য জীবন দেয় নাই। রাষ্ট্রের সংস্কার এর আগে নির্বাচন হলে তা শহিদদের রক্তের সাথে বেঈমানি করা হবে।

কেন্দ্রীয় সদস্য সাইফ মোস্তাফিজ বলেন, আমরা চাই ইনক্লুসিভ রাজনীতি। বগুড়া এত বছর বৈষম্যের শিকার হয়ে আসছে, এবার আপনারা আপনাদের নতুন প্রতিনিধি নির্বাচন করবেন। বাংলাদেশে আমরা সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ থাকব। আমরা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলব ফ্যাসিবাদের বিরুদ্ধে।

অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত মুহিত। এছাড়াও আরও বক্তব্য রাখেন সর্বকনিষ্ঠ শহীদ রাতুলের গর্বিত পিতা জিয়াউর রহমান, জাতীয় নাগরিক কমিটির বগুড়ার জেলা সংগঠকরা।

Read Entire Article