বগুড়ায় বৃদ্ধের লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরে নিখোঁজের দুই দিন পর নুরুল ইসলাম তালুকদার (৬০) নামে এক বৃদ্ধের লাশ ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। লাশের শরীর থেকে ডান চোখ উপড়ানো এবং বাম কান কাটা ছিলো। শনিবার সকালে স্থানীয়দের দেয়া ৯৯৯ নাম্বারে কল পেয়ে পুলিশ উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করে। নিহত নুরুল বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের ইয়াসিন তালুকদার এর ছেলে। জানা গেছে, গত বৃহস্পতিবার ২০ নভেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি নুরুল ইসলাম। পরদিন তার ছেলে ইমদাদুল হক এ বিষয়ে ধুনট থানায় জিডি করেন। পরে শনিবার সকালে ঘটনাস্থলে ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ কল দেয়। নাম্বারটিতে সাড়া প্রথমে ঘটনাস্থলে ধুনট থানা পুলিশ যায়। কিন্তু ঘটনাস্থলের সীমানা শেরপুরের হওয়ায় সেটি শেরপুর থানা পুলিশকে বুঝিয়ে দেয় বলে জানিয়েছেন ধুনট থানার ওসি সাইদুল আলম। নিহতের স্ত্রী হাসিনা বেগমবলেন, নুরুলের সাথে জমি সংক্রান্ত বিরোধ ছিলো তার ভাই ভাতিজাদের। এ নিয়ে মামলাও চলছিলো। গত বৃহস্পতিবার এলাকায় পুলিশ এলে নুরুল সন্ধ্যা সাড়ে ৭টায় পালিয়ে যায়। এরপর থেকেই নুরুল নিখোঁজ ছ

বগুড়ায় বৃদ্ধের লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরে নিখোঁজের দুই দিন পর নুরুল ইসলাম তালুকদার (৬০) নামে এক বৃদ্ধের লাশ ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। লাশের শরীর থেকে ডান চোখ উপড়ানো এবং বাম কান কাটা ছিলো। শনিবার সকালে স্থানীয়দের দেয়া ৯৯৯ নাম্বারে কল পেয়ে পুলিশ উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করে।

নিহত নুরুল বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের ইয়াসিন তালুকদার এর ছেলে। জানা গেছে, গত বৃহস্পতিবার ২০ নভেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি নুরুল ইসলাম। পরদিন তার ছেলে ইমদাদুল হক এ বিষয়ে ধুনট থানায় জিডি করেন। পরে শনিবার সকালে ঘটনাস্থলে ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ কল দেয়। নাম্বারটিতে সাড়া প্রথমে ঘটনাস্থলে ধুনট থানা পুলিশ যায়। কিন্তু ঘটনাস্থলের সীমানা শেরপুরের হওয়ায় সেটি শেরপুর থানা পুলিশকে বুঝিয়ে দেয় বলে জানিয়েছেন ধুনট থানার ওসি সাইদুল আলম। নিহতের স্ত্রী হাসিনা বেগমবলেন, নুরুলের সাথে জমি সংক্রান্ত বিরোধ ছিলো তার ভাই ভাতিজাদের। এ নিয়ে মামলাও চলছিলো।

গত বৃহস্পতিবার এলাকায় পুলিশ এলে নুরুল সন্ধ্যা সাড়ে ৭টায় পালিয়ে যায়। এরপর থেকেই নুরুল নিখোঁজ ছিলো। আজ তার লাশ পাওয়া। তার দাবী জমি সংক্রান্ত বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়েছে। শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধারে পুলিশ কাজ করছে এবং এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow