বগুড়া-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যিনি
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম মনোনয়ন দেওয়া হয়েছে। এজন্য দলীয় প্রতীক ধানের শীষ বরাদ্দের চিঠি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে চিঠি হস্তান্তর করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত জেলা রিটার্নিং অফিসার বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, বগুড়া-১ আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে কাজী রফিকুল ইসলামকে দলীয় প্রতীক ধানের শীষ বরাদ্দের অনুরোধ করা হলো। চূড়ান্তপত্র হস্তান্তরকালে দলীয় প্রার্থী ও সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির কেন্দ্রিয় সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা প্রফেসর ডা. শাহ মো. শাহজাহান আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালামসহ দুই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। কাজী রফিকুল ইসলাম বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাকে চূড়ান্ত প্রার্থী হিস
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম মনোনয়ন দেওয়া হয়েছে। এজন্য দলীয় প্রতীক ধানের শীষ বরাদ্দের চিঠি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে চিঠি হস্তান্তর করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত জেলা রিটার্নিং অফিসার বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, বগুড়া-১ আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে কাজী রফিকুল ইসলামকে দলীয় প্রতীক ধানের শীষ বরাদ্দের অনুরোধ করা হলো।
চূড়ান্তপত্র হস্তান্তরকালে দলীয় প্রার্থী ও সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির কেন্দ্রিয় সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা প্রফেসর ডা. শাহ মো. শাহজাহান আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালামসহ দুই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
কাজী রফিকুল ইসলাম বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন।
তিনি আরও বলেন, সোনাতলা ও সারিয়াকান্দিতে কোনো বিভেদ নেই, দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে কাজ করছেন। ইনশাআল্লাহ, জনগণের দোয়া ভালোবাসায় বিপুল ভোটে নির্বাচিত হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশমাতা বেগম খালেদা জিয়ার দেখানো পথে দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বগুড়ার সাতটি আসনেই বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবেন। বগুড়া বিএনপির ঘাঁটি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বগুড়ার উন্নয়নের রূপকার তারেক রহমানের প্রতি বগুড়ার মানুষের আস্থা ও ভালোবাসা সবসময় রয়েছে।
What's Your Reaction?