বগুড়া-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মোশারফ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আলহাজ্ব মোশারফ হোসেন। এ বিষয়ে আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, দেশনায়ক তারেক রহমান আমার ওপর যে আস্থা রেখেছেন এজন্য আমি তার প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কাহালু-নন্দীগ্রামের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এ আসনটি আবারও উপহার দেব ইনশাআল্লাহ। উল্লেখ্য ২০১৮ সালের নির্বাচনে আলহাজ্ব মোশারফ হোসেন বগুড়া-৪ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল পরিমাণ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল।

বগুড়া-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মোশারফ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আলহাজ্ব মোশারফ হোসেন।

এ বিষয়ে আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, দেশনায়ক তারেক রহমান আমার ওপর যে আস্থা রেখেছেন এজন্য আমি তার প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কাহালু-নন্দীগ্রামের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এ আসনটি আবারও উপহার দেব ইনশাআল্লাহ।

উল্লেখ্য ২০১৮ সালের নির্বাচনে আলহাজ্ব মোশারফ হোসেন বগুড়া-৪ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল পরিমাণ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow