বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে আনন্দ আয়োজন
সন্ধ্যার আকাশে সূর্য তখন প্রায় অস্তমিত, জ্বলে ওঠে কৃত্রিম আলো। একে একে শুরু হয় বন্ধুদের সাংস্কৃতিক পরিবেশনা। শুরুতেই কবিতা পাঠ করেন বন্ধু সাজিয়া আফরিন। তিনি আবৃত্তি করেন পূর্ণেন্দু পত্রীর লেখা ‘সেই গল্পটা’। একে একে গান পরিবেশন করেন দেবমিতা নন্দী, তিথি তালুকদার, দেবশ্রী নন্দী ও জয় চক্রবর্ত্তী। সঞ্চালিকা রুমিলা বড়ুয়াও উপস্থিত বন্ধুদের অনুরোধে একটি গান পরিবেশন করেন। শিল্পীদের গিটারে সঙ্গ দেন বন্ধু মিশেল শর্মা।
সন্ধ্যার আকাশে সূর্য তখন প্রায় অস্তমিত, জ্বলে ওঠে কৃত্রিম আলো। একে একে শুরু হয় বন্ধুদের সাংস্কৃতিক পরিবেশনা। শুরুতেই কবিতা পাঠ করেন বন্ধু সাজিয়া আফরিন। তিনি আবৃত্তি করেন পূর্ণেন্দু পত্রীর লেখা ‘সেই গল্পটা’। একে একে গান পরিবেশন করেন দেবমিতা নন্দী, তিথি তালুকদার, দেবশ্রী নন্দী ও জয় চক্রবর্ত্তী। সঞ্চালিকা রুমিলা বড়ুয়াও উপস্থিত বন্ধুদের অনুরোধে একটি গান পরিবেশন করেন। শিল্পীদের গিটারে সঙ্গ দেন বন্ধু মিশেল শর্মা।