ববি ছাত্রদলের নেতৃত্বে মোশাররফ-শান্ত-মিজান

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি পদে মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মিজান।  শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনে ভোটগ্রহণ হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২৩৭ জন আর সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী ছিলেন মোট ১০ জন। সভাপতি পদে ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হন মোশারফ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশিক পান ৮৬ ভোট। সাধারণ সম্পাদক পদে ১২৬ ভোট পেয়ে বিজয়ী হন আরিফ হোসেন শান্ত। তার প্রতিদ্বন্দ্বী ইত্তেসাফ-আর রাফি পান ১০৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মিজানুর রহমান মিজান সর্বোচ্চ ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পান ৭১ ভোট। নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য প্রধান নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক ও কেন্দ্র ঘোষিত নির্বাচন কমিশনের সদস্য সাইফুল আলম বাদশা। প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান প্রিন্স ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফাহিম।

ববি ছাত্রদলের নেতৃত্বে মোশাররফ-শান্ত-মিজান
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি পদে মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মিজান।  শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনে ভোটগ্রহণ হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২৩৭ জন আর সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী ছিলেন মোট ১০ জন। সভাপতি পদে ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হন মোশারফ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশিক পান ৮৬ ভোট। সাধারণ সম্পাদক পদে ১২৬ ভোট পেয়ে বিজয়ী হন আরিফ হোসেন শান্ত। তার প্রতিদ্বন্দ্বী ইত্তেসাফ-আর রাফি পান ১০৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মিজানুর রহমান মিজান সর্বোচ্চ ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পান ৭১ ভোট। নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য প্রধান নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক ও কেন্দ্র ঘোষিত নির্বাচন কমিশনের সদস্য সাইফুল আলম বাদশা। প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান প্রিন্স ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফাহিম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow