বরগুনায় জাল নোটসহ দু'জন আটক

বরগুনায় জাল নোট লেনদেনের অভিযোগে দু'জনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে জাতীয় গোয়েন্দা সংস্থা (এন এস আই)-এর তথ্যের ভিত্তিতে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের গাপতলা বাজারে সদর থানার এসআই রাকিবের বিশেষ অভিযানে নাসির উদ্দিন নান্টু ও জসিম উদ্দিন মোক্তারকে ২০ হাজার টাকা মূল্যের জাল নোটসহ গ্রেপ্তার করা হয়। পরে এদের মূল হোতাকে ধরার জন্য অভিযান পরিচালনা করা হলেও তাকে পাওয়া যায়নি।বরগুনা থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ আব্দুল আলীম, জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জাল নোট বহন ও প্রচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত নোট যাচাই-বাছাই শেষে জাল বলে নিশ্চিত হওয়া গেছে।এ ঘটনায় বরগুনা সদর থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক দু'জনকে বরগুনা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বরগুনায় জাল নোটসহ দু'জন আটক

বরগুনায় জাল নোট লেনদেনের অভিযোগে দু'জনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে জাতীয় গোয়েন্দা সংস্থা (এন এস আই)-এর তথ্যের ভিত্তিতে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের গাপতলা বাজারে সদর থানার এসআই রাকিবের বিশেষ অভিযানে নাসির উদ্দিন নান্টু ও জসিম উদ্দিন মোক্তারকে ২০ হাজার টাকা মূল্যের জাল নোটসহ গ্রেপ্তার করা হয়। পরে এদের মূল হোতাকে ধরার জন্য অভিযান পরিচালনা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বরগুনা থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ আব্দুল আলীম, জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জাল নোট বহন ও প্রচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত নোট যাচাই-বাছাই শেষে জাল বলে নিশ্চিত হওয়া গেছে।

এ ঘটনায় বরগুনা সদর থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক দু'জনকে বরগুনা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow