বরগুনার আমতলীতে ডেংগু আক্রান্তে এক জনের মৃত্যু

শীত চলে আসলেও বরগুনায় স্বাভাবিক হয়নি ডেঙ্গুর প্রকোপ।ক্ষনে ক্ষনে ঘটছে মৃত্যুর ঘটনা। এবার ডেংগু আক্রান্ত হয়ে মো: আবু বকর খান(৫৩) নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনে। পারিবারিক সুত্রে জানা যায়, আবুবকর ডেংগু আক্রান্ত হয়ে প্রথমে পটুয়াখালী সদর হাসপাতালে গত ১২নভেম্বর থেকে ১৭নভেম্বর পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে, কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন, গত ১৭নভেম্বর থেকে চিকিৎসারত অবস্থায় থাকার পর ২০নভেম্বর বৃহস্পতিবার দুপুর ২টা ১৫মিনিটে তার মৃত্যু হয়। মৃত আবুবকর বরগুনার আমতলী উপজেলার ৩নং আঠারোগাছিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সোনাখানের বাড়ির মৃত: আরশেদ আলী খানের ছেলে।মৃত্যুকালে আবুবকর স্ত্রী ২ছেলে ও ১মেয়ে রেখে যান। বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ১২ জন। এ ছাড়া জেলা সদরে ২৮,আমতলী ৪, তালতলী ৬, বেতাগী ৪, বামনা ৩ এবং পাথরঘাটা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৭ জন। এ নিয়ে জেলার বিভি

বরগুনার আমতলীতে ডেংগু আক্রান্তে এক জনের মৃত্যু

শীত চলে আসলেও বরগুনায় স্বাভাবিক হয়নি ডেঙ্গুর প্রকোপ।ক্ষনে ক্ষনে ঘটছে মৃত্যুর ঘটনা। এবার ডেংগু আক্রান্ত হয়ে মো: আবু বকর খান(৫৩) নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনে।

পারিবারিক সুত্রে জানা যায়, আবুবকর ডেংগু আক্রান্ত হয়ে প্রথমে পটুয়াখালী সদর হাসপাতালে গত ১২নভেম্বর থেকে ১৭নভেম্বর পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে, কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন, গত ১৭নভেম্বর থেকে চিকিৎসারত অবস্থায় থাকার পর ২০নভেম্বর বৃহস্পতিবার দুপুর ২টা ১৫মিনিটে তার মৃত্যু হয়।

মৃত আবুবকর বরগুনার আমতলী উপজেলার ৩নং আঠারোগাছিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সোনাখানের বাড়ির মৃত: আরশেদ আলী খানের ছেলে।মৃত্যুকালে আবুবকর স্ত্রী ২ছেলে ও ১মেয়ে রেখে যান।

বরগুনা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ১২ জন। এ ছাড়া জেলা সদরে ২৮,আমতলী ৪, তালতলী ৬, বেতাগী ৪, বামনা ৩ এবং পাথরঘাটা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৭ জন। এ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৫২ জন। এ বছর জেলায় এখন পর্যন্ত ৯ হাজার ৪০৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৩৫১ জন। বরগুনা সদর ও উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ১৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বরগুনার বাইরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ৫০জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫জনে।

বরগুনা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন,শীতের মৌসুম শুরু হওয়ায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শুন্যতে নেমে আসতে আরো কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে, তবে এর জন্য জরুরি আমাদের সচেতনতা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow