বলিউডে রানির তিন দশক

বলিউডের অন্যতম সফল জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি। সময় বদলেছে, ট্রেন্ডের ভিন্নতা এসেছে, তবুও তিন দশক ধরে নিজের অভিনয় দক্ষতা আর চরিত্রের গভীরতায় দর্শকের হৃদয়ে আজও প্রশংসায় রয়েছেন এই সুন্দরী। দেখতে দেখতে রানি মুখার্জি বি-টাউনে অতিক্রম করে ফেললেন ৩০ বছর। তবে ক্যারিয়ারের এই তিন দশক পূর্তি উপলক্ষে রানি তার ভক্তদের জন্য ঘোষণা দিলেন নতুন চমকের। মুক্তি পেতে চলেছে তার অভিনীত সিনেমা মর্দানি’ ফ্র্যাঞ্চাইজের তৃতীয় কিস্তি । ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ক্যারিয়ারের এই বিশেষ মুহূর্তে ভক্তদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন খোলা চিঠি লিখেছেন অভিনেত্রী। সেখানেই তিনি তুলে ধরেছেন তার দীর্ঘ যাত্রার নেপথ্য কথা। রানি লেখেন, ‘আজ থেকে ৩০ বছর আগে যখন কোনো এক ছবির সেটে প্রথম পা রেখেছিলাম, তখন বড় কোনো পরিকল্পনা ছিল না আমার। এমনকি অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল না। আজ মনে হয়, সিনেমা যেন আমাকে নিজেই খুঁজে নিয়েছে।’ তিনি আরও বলেন, ‘আজও আমার ভেতরে সেই নার্ভাস মেয়েটা বেঁচে আছে। প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে যে মেয়েটি ভাবত, সে সংলাপ ভুলে যাবে না তো? সে কি আদৌ এই কাজের যোগ্য?’ দীর্ঘ এই পথচলায় ‘মা’ হওয়ার অভিজ্

বলিউডে রানির তিন দশক

বলিউডের অন্যতম সফল জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি। সময় বদলেছে, ট্রেন্ডের ভিন্নতা এসেছে, তবুও তিন দশক ধরে নিজের অভিনয় দক্ষতা আর চরিত্রের গভীরতায় দর্শকের হৃদয়ে আজও প্রশংসায় রয়েছেন এই সুন্দরী। দেখতে দেখতে রানি মুখার্জি বি-টাউনে অতিক্রম করে ফেললেন ৩০ বছর। তবে ক্যারিয়ারের এই তিন দশক পূর্তি উপলক্ষে রানি তার ভক্তদের জন্য ঘোষণা দিলেন নতুন চমকের। মুক্তি পেতে চলেছে তার অভিনীত সিনেমা মর্দানি’ ফ্র্যাঞ্চাইজের তৃতীয় কিস্তি ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ক্যারিয়ারের এই বিশেষ মুহূর্তে ভক্তদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন খোলা চিঠি লিখেছেন অভিনেত্রী। সেখানেই তিনি তুলে ধরেছেন তার দীর্ঘ যাত্রার নেপথ্য কথা।

রানি লেখেন, ‘আজ থেকে ৩০ বছর আগে যখন কোনো এক ছবির সেটে প্রথম পা রেখেছিলাম, তখন বড় কোনো পরিকল্পনা ছিল না আমার। এমনকি অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল না। আজ মনে হয়, সিনেমা যেন আমাকে নিজেই খুঁজে নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আজও আমার ভেতরে সেই নার্ভাস মেয়েটা বেঁচে আছে। প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে যে মেয়েটি ভাবত, সে সংলাপ ভুলে যাবে না তো? সে কি আদৌ এই কাজের যোগ্য?’

দীর্ঘ এই পথচলায় ‘মা’ হওয়ার অভিজ্ঞতা ও ক্যারিয়ারের সংযোগ নিয়েও কথা বলেছেন রানি। ক্যারিয়ারের শুরুতে মায়ের চরিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি।

রানি এ বিষয়ে বলেন,  ‘আমি সংকেতে বিশ্বাস করি। মা হওয়ার পরই যখন এই বিশেষ পুরস্কারটি পেলাম, তখন অনুভব করেছি একজন মা তার সন্তানের জন্য ঠিক কতদূর যেতে পারেন। জীবনের এই পর্যায়ে এসে আমি হয়তো আরও অনেক বেশি পরিণত।’

উল্লেখ্য, ১৯৯৬ সালে, মাত্র ১৮ বছর বয়সে, তিনি প্রথম বড় পর্দায় আত্মপ্রকাশ করেন বাংলা চলচ্চিত্র ‘বিয়ের ফুল’ দিয়ে। ছবিটি পরিচালনা করেন তার বাবা রাম মুখার্জি। এই ছবিতে তার অভিনয় প্রশংসা পায় এবং সেটিই হয়ে ওঠে তার ক্যারিয়ারের প্রথম ধাপ।

এরপর ১৯৯৭ সালে বলিউডে তিনি পা রাখেন ‘রাজা কি আয়েগি বারাত’ সিনেমার মাধ্যমে। যদিও ছবিটি বাণিজ্যিকভাবে বড় সাফল্য পায়নি, তবে রানি মুখার্জির অভিনয় দক্ষতা দর্শক ও সমালোচকদের নজর কাড়ে। এছাড়া ২০০০ সালের দিকে  বলিউডের অন্যতম জনপ্রিয় ও সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহীতা অভিনেত্রী ছিলেন তিনি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow