বাংলাদেশকে নিয়ে ভিন্ন ‘গেম’ খেলছে ভারত!

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার প্রতিনিধিত্ব করছে না ভারত। মূলত, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। তবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের মতে, ভারতই চায়নি বিশ্বকাপে বাংলাদেশ খেলুক। শুধু তাই নয়? টাইগারদের এই তারকা ক্রিকেটার আরও বলেন, বাংলাদেশকে নিয়ে ভারত ভিন্ন কোন গেম খেলছে। এ প্রসঙ্গে এক পডকাস্টে আশরাফুল বলেন, ‘বিপিএল চলার সময়ই দেখেছি যে আইপিএলের নিলাম হয়েছে। মোস্তাফিজকে নিলাম থেকে সর্বোচ্চ দামে নিয়েছিলেন। ২০১৬ সাল থেকে মোস্তাফিজ আইপিএলে খেলছেন এবং প্রত্যেকবারই চমৎকার পারফরম্যান্স করে যাচ্ছেন। এই মুহূর্তে তার প্রাপ্য সম্মানিটা তিনি পাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কলকাতাকে বলে দিল তাকে না নেওয়ার জন্য। তাকে ছেড়ে দিতে বলেছিল। সে ঘটনা দেখেই এই ঘটনাটা হয়েছে। আমার কাছে মনে হয় তারা ভিন্ন একটা গেম খেলেছে। কারণ, আইপিএল কিন্তু বিশ্বকাপের পরে হওয়ার কথা। বিশ্বকাপ খেলার পর সহজেই তারা দুই ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে এই জিনিসটা (মোস্তাফিজকে বাদ দেওয়া) করত

বাংলাদেশকে নিয়ে ভিন্ন ‘গেম’ খেলছে ভারত!

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার প্রতিনিধিত্ব করছে না ভারত। মূলত, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। তবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের মতে, ভারতই চায়নি বিশ্বকাপে বাংলাদেশ খেলুক।

শুধু তাই নয়? টাইগারদের এই তারকা ক্রিকেটার আরও বলেন, বাংলাদেশকে নিয়ে ভারত ভিন্ন কোন গেম খেলছে। এ প্রসঙ্গে এক পডকাস্টে আশরাফুল বলেন, ‘বিপিএল চলার সময়ই দেখেছি যে আইপিএলের নিলাম হয়েছে। মোস্তাফিজকে নিলাম থেকে সর্বোচ্চ দামে নিয়েছিলেন। ২০১৬ সাল থেকে মোস্তাফিজ আইপিএলে খেলছেন এবং প্রত্যেকবারই চমৎকার পারফরম্যান্স করে যাচ্ছেন। এই মুহূর্তে তার প্রাপ্য সম্মানিটা তিনি পাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কলকাতাকে বলে দিল তাকে না নেওয়ার জন্য। তাকে ছেড়ে দিতে বলেছিল। সে ঘটনা দেখেই এই ঘটনাটা হয়েছে। আমার কাছে মনে হয় তারা ভিন্ন একটা গেম খেলেছে। কারণ, আইপিএল কিন্তু বিশ্বকাপের পরে হওয়ার কথা। বিশ্বকাপ খেলার পর সহজেই তারা দুই ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে এই জিনিসটা (মোস্তাফিজকে বাদ দেওয়া) করতে পারতেন।’

২০২৪ সালের আগস্টে নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগের পর দুই দফা সভাপতি পরিবর্তন হয়েছে। ফারুক আহমেদ ৯ মাস সভাপতি থাকার পর গত বছরের মে থেকে বিসিবি সভাপতির পদে আমিনুল ইসলাম বুলবুল। তবে এ বছরের শুরুতে বিশ্বকাপ ইস্যু, ক্রিকেটারদের বিপিএল বয়কট, বোর্ড পরিচালকদের হুটহাট মন্তব্য— সব মিলিয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বিসিবির কার্যক্রম চালিয়ে নিচ্ছেন বুলবুল।

আশরাফুলের মতে ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর বুলবুল স্বচ্ছন্দে কাজ করতে পারবেন। বাংলাদেশের বিশেষজ্ঞ ব্যাটিং কোচ বলেন, ‘১২ ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচনের পর যারা ক্ষমতায় আসবেন, নিশ্চয়ই তারা বুলবুল ভাইয়ের সঙ্গে বসে ক্রিকেটটা সুন্দরভাবে আবার সাজাতে পারবেন। যখন একটা সরকার দীর্ঘ সময়ের জন্য আসে, তখন আপনার জন্য কাজ করা সহজ হয়ে যাবে।’
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow