‘বাংলাদেশকে ভুল পথে চালিত করেছে পাকিস্তান’

নিরাপত্তা শঙ্কার কারণে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল খেলতে যাচ্ছে না। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ দিয়েছে। বাংলাদেশ ভেন্যু পরিবর্তন করে ভারতের পরিবর্তে শ্রীলংকায় খেলার প্রস্তাব দিয়েছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একমাত্র এ প্রস্তাবে রাজি হয়েছিল। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর সাবেক সচিব এবং আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ জানিয়েছিলেন, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। শেষ পর্যন্ত বাংলাদেশ ভারতে খেলতে রাজি হয়নি। এই কারণে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। এব্যাপারে ভারতের সাবেক ক্রিকেটার এবং ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য মদন লাল বার্তা সংস্থা এএনআইকে বলেন, “আইসিসি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান বাংলাদেশের ভুল পথে চালিত করেছে। স্কটল্যান্ডের জন্য এটি বড় সুযোগ, তারা আন্তর্জাতিক ক্রিকেটে বেশি পরিচিতি পাবে। বাংলাদেশ এ বিষয়ে বিরাট ভুল করেছে।” তিনি আরও বলেন, “এতে ভারতের কোনো ক্ষতি হয়নি, বাংলাদেশই বড় লোকসান স্বীকার করবে। বাণিজ্যিক দিক থেক

‘বাংলাদেশকে ভুল পথে চালিত করেছে পাকিস্তান’

নিরাপত্তা শঙ্কার কারণে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল খেলতে যাচ্ছে না। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ দিয়েছে।

বাংলাদেশ ভেন্যু পরিবর্তন করে ভারতের পরিবর্তে শ্রীলংকায় খেলার প্রস্তাব দিয়েছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একমাত্র এ প্রস্তাবে রাজি হয়েছিল। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর সাবেক সচিব এবং আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ জানিয়েছিলেন, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে।

শেষ পর্যন্ত বাংলাদেশ ভারতে খেলতে রাজি হয়নি। এই কারণে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।

এব্যাপারে ভারতের সাবেক ক্রিকেটার এবং ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য মদন লাল বার্তা সংস্থা এএনআইকে বলেন, “আইসিসি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান বাংলাদেশের ভুল পথে চালিত করেছে। স্কটল্যান্ডের জন্য এটি বড় সুযোগ, তারা আন্তর্জাতিক ক্রিকেটে বেশি পরিচিতি পাবে। বাংলাদেশ এ বিষয়ে বিরাট ভুল করেছে।”

তিনি আরও বলেন, “এতে ভারতের কোনো ক্ষতি হয়নি, বাংলাদেশই বড় লোকসান স্বীকার করবে। বাণিজ্যিক দিক থেকে এটিই তাদের জন্য বড় ক্ষতি। পাকিস্তান হয়তো তাদের প্ররোচিত করছে, যাতে বাংলাদেশ টুর্নামেন্টে অংশ না নেয় এবং ভারতকে নিচে নামাতে পারে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow