বাংলাদেশের কাজ আমরা চেটেপুটে খাই: সোহিনী

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। নিজের সাবলীল অভিনয় দিয়ে দুই বাংলার দর্শকদের মনেই জায়গা করে নিয়েছেন ‘সত্যবতী’ খ্যাত এই তারকা। শুধু নিজের কাজ নয়, প্রতিবেশী দেশ বাংলাদেশের নাটক ও সিনেমারও নিয়মিত খোঁজখবর রাখেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের শিল্পীদের অভিনয় নিয়ে নিজের ভালো লাগা ও মুগ্ধতার কথা প্রকাশ করেছেন সোহিনী। নিশো-মেহজাবীনের ‘অপূর্ব’ রসায়ন সাক্ষাৎকারে সোহিনী সরকার বিশেষভাবে উল্লেখ করেন ছোট পর্দার জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীর কথা। তিনি বলেন, ‘মেহজাবীন আর নিশো দুজনের যে ডুয়োটা, সেটা আমার অপূর্ব লাগে। বিশেষ করে নিশোর কাজ আমার খুবই প্রিয়।’ পশ্চিমবঙ্গে বাংলাদেশের কন্টেন্ট কতটা জনপ্রিয় তা বোঝাতে গিয়ে সোহিনী বলেন, ‘আমরা যারা এপার বাংলা-ওপার বাংলার কাজ দেখি, তাদের কাছে বাংলাদেশের অনেক শিল্পীর কাজই দারুণ। সত্যি বলতে, বহু মানুষের কাজ আমরা একেবারে চেটেপুটে খাই যাকে বলে।’ কিংবদন্তি ও সমসাময়িকদের প্রশংসা বাংলাদেশের অভিনয় জগতের কিংবদন্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোহিনী বলেন, ‘যখনই বাংলাদেশের অভিনেতাদের নিয়ে কথা হয়, তখনই হুমায়ুন ফরীদি, সুবর্ণা মুস্তাফা, মোশাররফ ক

বাংলাদেশের কাজ আমরা চেটেপুটে খাই: সোহিনী
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। নিজের সাবলীল অভিনয় দিয়ে দুই বাংলার দর্শকদের মনেই জায়গা করে নিয়েছেন ‘সত্যবতী’ খ্যাত এই তারকা। শুধু নিজের কাজ নয়, প্রতিবেশী দেশ বাংলাদেশের নাটক ও সিনেমারও নিয়মিত খোঁজখবর রাখেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের শিল্পীদের অভিনয় নিয়ে নিজের ভালো লাগা ও মুগ্ধতার কথা প্রকাশ করেছেন সোহিনী। নিশো-মেহজাবীনের ‘অপূর্ব’ রসায়ন সাক্ষাৎকারে সোহিনী সরকার বিশেষভাবে উল্লেখ করেন ছোট পর্দার জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীর কথা। তিনি বলেন, ‘মেহজাবীন আর নিশো দুজনের যে ডুয়োটা, সেটা আমার অপূর্ব লাগে। বিশেষ করে নিশোর কাজ আমার খুবই প্রিয়।’ পশ্চিমবঙ্গে বাংলাদেশের কন্টেন্ট কতটা জনপ্রিয় তা বোঝাতে গিয়ে সোহিনী বলেন, ‘আমরা যারা এপার বাংলা-ওপার বাংলার কাজ দেখি, তাদের কাছে বাংলাদেশের অনেক শিল্পীর কাজই দারুণ। সত্যি বলতে, বহু মানুষের কাজ আমরা একেবারে চেটেপুটে খাই যাকে বলে।’ কিংবদন্তি ও সমসাময়িকদের প্রশংসা বাংলাদেশের অভিনয় জগতের কিংবদন্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোহিনী বলেন, ‘যখনই বাংলাদেশের অভিনেতাদের নিয়ে কথা হয়, তখনই হুমায়ুন ফরীদি, সুবর্ণা মুস্তাফা, মোশাররফ করিম কিংবা চঞ্চল চৌধুরীর নাম চলে আসে।’ এ ছাড়া জয়া আহসান ও অপি করিমও তার পছন্দের তালিকায় রয়েছেন বলে জানান তিনি। নতুন প্রজন্ম ও শাকিব খান বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে তাসনিয়া ফারিণের কাজের প্রশংসা করেন সোহিনী। পাশাপাশি নুসরাত ইমরোজ তিশার অভিনয়ের প্রতিও নিজের ভালো লাগার কথা জানান। এমনকি ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’র একটি প্রজেক্টে সিয়ামের বিপরীতে শবনম বুবলীর অভিনয় দেখেও মুগ্ধ হয়েছেন এই অভিনেত্রী। বাদ যাননি ঢালিউড সুপারস্টার শাকিব খানও। মেগাস্টার সম্পর্কে সোহিনীর ভাষ্য, ‘শাকিব খানের কথা তো আলাদা করে বলার কিছু নেই, তিনি তো বিশাল স্টার।’ এ ছাড়া চিত্রনায়ক আরিফিন শুভর সাথে নিজের কাজের অভিজ্ঞতার কথাও স্মরণ করেন সোহিনী সরকার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow