বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের প্রেসিডেন্ট হলেন রুয়েট উপাচার্য

সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভাইস চ্যান্সেলর (উপাচার্য) ড. এসএম আব্দুর রাজ্জাক। সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ দায়িত্বে নির্বাচিত করা হয়। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের সমন্বয়ে গঠিত এ পরিষদটি বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করে আসছে। বিশ্ববিদ্যালয় পরিষদের কার্যক্রমের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার মান নির্ধারণ ও উন্নয়নে নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, নতুন ও যুগোপযোগী কোর্স চালু, বিদ্যমান পাঠ্যক্রমের আধুনিকীকরণ এবং গবেষণার জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা। পাশাপাশি প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত ক্ষেত্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় সাধন, কৌশলগত পরিকল্পনা গ্রহণ এবং অভিন্ন নীতিমালা বাস্তবায়নে পরিষদটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক ও সম্পদ ব্যবস্থাপনায় বাজেট পরিকল্পনা প্রণয়ন, আর্থিক স্বচ্ছতা ও জব

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের প্রেসিডেন্ট হলেন রুয়েট উপাচার্য

সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভাইস চ্যান্সেলর (উপাচার্য) ড. এসএম আব্দুর রাজ্জাক।

সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ দায়িত্বে নির্বাচিত করা হয়। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের সমন্বয়ে গঠিত এ পরিষদটি বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করে আসছে।

বিশ্ববিদ্যালয় পরিষদের কার্যক্রমের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার মান নির্ধারণ ও উন্নয়নে নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, নতুন ও যুগোপযোগী কোর্স চালু, বিদ্যমান পাঠ্যক্রমের আধুনিকীকরণ এবং গবেষণার জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা। পাশাপাশি প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত ক্ষেত্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় সাধন, কৌশলগত পরিকল্পনা গ্রহণ এবং অভিন্ন নীতিমালা বাস্তবায়নে পরিষদটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক ও সম্পদ ব্যবস্থাপনায় বাজেট পরিকল্পনা প্রণয়ন, আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং বহিরাগত উৎস থেকে গবেষণা ও উন্নয়নমূলক তহবিল সংগ্রহে সহায়তা করাও পরিষদের অন্যতম দায়িত্ব। উচ্চশিক্ষা–সংক্রান্ত আইন ও নীতিমালা প্রণয়নে সরকারকে সুপারিশ প্রদান এবং বিশ্ববিদ্যালয়গুলোর স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেও সংগঠনটি কার্যকর ভূমিকা রেখে চলেছে।

ড. এসএম আব্দুর রাজ্জাকের এ নির্বাচনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষকসমাজ ও সংশ্লিষ্ট মহল সন্তোষ প্রকাশ করে তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ দেশের উচ্চশিক্ষা খাতে আরও ইতিবাচক, যুগোপযোগী ও কার্যকর ভূমিকা পালন করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow