বাংলাদেশ শ্রমবাজার জরিপ-২০২৫–এ ‘দক্ষতা ও চাহিদা’ অংশ সম্পন্ন করলো বিএমই

বাংলাদেশ শ্রমবাজার জরিপ - ২০২৫ (BMLS-2025)-এর ‘দক্ষতা ও চাহিদা’ অংশের তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ মেশিনারি এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন (বিএমই)। দেশে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রয়োজনীয়তা মাথায় রেখে শ্রমবাজার জরিপে এই নতুন অংশটি যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে শ্রমবাজারের প্রকৃত চাহিদা, প্রয়োজনীয় দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। এই কাজটি বাস্তবায়ন করেছে বিএমই-এর দক্ষতা উন্নয়ন টিমের সদস্য ড. আবজিদুর রহমান। তিনি জানান, দেশের শ্রমবাজারে কোন দক্ষতার চাহিদা বাড়ছে—এ বিষয়ে স্পষ্ট ধারণা দিতে এই গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২২ ফেব্রুয়ারি ২০২৫ থেকে বিএমই আনুষ্ঠানিকভাবে BMLS-2025–এ তথ্য সংগ্রহ শুরু করে। প্রক্রিয়ার অংশ হিসেবে “দক্ষতা ও চাহিদা” শিরোনামে একটি বিস্তারিত প্রশ্নমালা তৈরি করা হয়, যাতে দেশের বিভিন্ন শিল্পে কোন দক্ষতার প্রয়োজন আছে তা স্পষ্টভাবে বোঝা যায়। প্রশ্নমালাটি তৈরি করতে তারা স্থানীয় শিল্প, বিশেষজ্ঞ ও শিক্ষাপ্রতিষ্ঠানের মতামত সংগ্রহ করেছে। এই জরিপ বাস্তবায়নে কাজ করেছেন গবেষক জাহাঙ্গীর আলম, রিসার্চ অ্যাসোসিয়েট আবির মণ্ডল, এবং সহকারী গবেষক

বাংলাদেশ শ্রমবাজার জরিপ-২০২৫–এ ‘দক্ষতা ও চাহিদা’ অংশ সম্পন্ন করলো বিএমই

বাংলাদেশ শ্রমবাজার জরিপ - ২০২৫ (BMLS-2025)-এর ‘দক্ষতা ও চাহিদা’ অংশের তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ মেশিনারি এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন (বিএমই)। দেশে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রয়োজনীয়তা মাথায় রেখে শ্রমবাজার জরিপে এই নতুন অংশটি যুক্ত করা হয়েছে।

এর মাধ্যমে শ্রমবাজারের প্রকৃত চাহিদা, প্রয়োজনীয় দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। এই কাজটি বাস্তবায়ন করেছে বিএমই-এর দক্ষতা উন্নয়ন টিমের সদস্য ড. আবজিদুর রহমান। তিনি জানান, দেশের শ্রমবাজারে কোন দক্ষতার চাহিদা বাড়ছে—এ বিষয়ে স্পষ্ট ধারণা দিতে এই গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

২২ ফেব্রুয়ারি ২০২৫ থেকে বিএমই আনুষ্ঠানিকভাবে BMLS-2025–এ তথ্য সংগ্রহ শুরু করে। প্রক্রিয়ার অংশ হিসেবে “দক্ষতা ও চাহিদা” শিরোনামে একটি বিস্তারিত প্রশ্নমালা তৈরি করা হয়, যাতে দেশের বিভিন্ন শিল্পে কোন দক্ষতার প্রয়োজন আছে তা স্পষ্টভাবে বোঝা যায়। প্রশ্নমালাটি তৈরি করতে তারা স্থানীয় শিল্প, বিশেষজ্ঞ ও শিক্ষাপ্রতিষ্ঠানের মতামত সংগ্রহ করেছে।

এই জরিপ বাস্তবায়নে কাজ করেছেন গবেষক জাহাঙ্গীর আলম, রিসার্চ অ্যাসোসিয়েট আবির মণ্ডল, এবং সহকারী গবেষক বৃন্দা ইসলাম। প্রযুক্তিগত সহায়তা দিয়েছে আইকিউএস টিম, যারা তথ্য সংগ্রহ ও সংরক্ষণে ডিজিটাল সফটওয়্যার “স্মার্টফর্ম” ব্যবহার করেছে।

বাংলাদেশ শ্রমবাজার জরিপ ২০২২ সাল থেকেই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালনা করছে। এবার দক্ষতা ও কর্মদক্ষতার চাহিদা সম্পর্কে আরও গভীর তথ্য পেতে বিবিএস দেশের ২৪টি শিল্পখাতকে অন্তর্ভুক্ত করেছে। এই অংশের গবেষণা ও প্রশ্নমালা উন্নয়নের কাজটি করেছে বিএমই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow