বাউবির ITVET-এর প্রতিষ্ঠাতা পরিচালক হলেন ড. শামীম

শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। বিশ্ববিদ্যালয়ের কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীমকে নবপ্রতিষ্ঠিত Institute of Technical and Vocational Education and Training (ITVET)-এর প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন শামীম। বর্তমানে তিনি বাউবির ট্রেজারার হিসেবেও দায়িত্ব পালন করছেন। দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক শামীম বলেন, দেশের বিপুল সংখ্যক শিক্ষিত তরুণ দক্ষতার ঘাটতির কারণে বেকার হয়ে আছে। এটি শিল্প খাতের বাস্তব চাহিদার সঙ্গে বিদ্যমান শিক্ষাব্যবস্থার ফারাককে স্পষ্টভাবে তুলে ধরে। এই পরিস্থিতিতে প্রযুক্তিগত ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণ এখন জাতীয় অগ্রাধিকার। তিনি আরও যোগ করেন, ITVET-এর মূল লক্ষ্য হলো যুবসমাজকে শিল্প-চাহিদাসম্পন্ন দক্ষতায় সজ্জিত করা, শিক্ষা থেকে কর্মসংস্থানে কার্যকর সংযোগ তৈরি করা এবং প্রান্তিক জনগোষ্ঠীসহ সকল শ্রেণির শিক্ষার্থীর জন্য সমান প্রশিক্ষণ সুযোগ নিশ্চিত করা। এর মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ মানবসম্পদ তৈ

বাউবির ITVET-এর প্রতিষ্ঠাতা পরিচালক হলেন ড. শামীম

শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। বিশ্ববিদ্যালয়ের কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীমকে নবপ্রতিষ্ঠিত Institute of Technical and Vocational Education and Training (ITVET)-এর প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন শামীম। বর্তমানে তিনি বাউবির ট্রেজারার হিসেবেও দায়িত্ব পালন করছেন।

দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক শামীম বলেন, দেশের বিপুল সংখ্যক শিক্ষিত তরুণ দক্ষতার ঘাটতির কারণে বেকার হয়ে আছে। এটি শিল্প খাতের বাস্তব চাহিদার সঙ্গে বিদ্যমান শিক্ষাব্যবস্থার ফারাককে স্পষ্টভাবে তুলে ধরে। এই পরিস্থিতিতে প্রযুক্তিগত ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণ এখন জাতীয় অগ্রাধিকার।

তিনি আরও যোগ করেন, ITVET-এর মূল লক্ষ্য হলো যুবসমাজকে শিল্প-চাহিদাসম্পন্ন দক্ষতায় সজ্জিত করা, শিক্ষা থেকে কর্মসংস্থানে কার্যকর সংযোগ তৈরি করা এবং প্রান্তিক জনগোষ্ঠীসহ সকল শ্রেণির শিক্ষার্থীর জন্য সমান প্রশিক্ষণ সুযোগ নিশ্চিত করা। এর মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ মানবসম্পদ তৈরি হবে, যা দেশের কর্মসংস্থান ও অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় অধ্যাপক শামীম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, অধ্যাপক শামীমের দক্ষতা, সততা এবং অভিজ্ঞতার মাধ্যমে ITVET দেশের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানমুখী শিক্ষায় একটি অগ্রগণ্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow