বাকলিয়ায় দেড় কোটি টাকার ইয়াবাসহ ২ কারবারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক ও নতুন ব্রিজ এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে রবিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১২টা পর্যন্ত বাকলিয়া থানার একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, প্রথম অভিযানে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর রোডের জি-ব্লকস্থ বিসমিল্লাহ স্টোরের সামনে চার রাস্তার মোড় থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি মোবাইল ক্রেন টয়োটা গাড়ীসহ একজন আসামিকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, একই রাতে নতুন ব্রিজ সংলগ্ন কে আর এস কনভেনশনের সামনে পাকা রাস্তার উপর পরিচালিত আরেক অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় একটি যাত্রীবাহী হানিফ পরিবহনের বাসসহ আরও একজন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধারকৃত মোট ৫৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য আনুমানিক দেড় কোটি টাকা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত

বাকলিয়ায় দেড় কোটি টাকার ইয়াবাসহ ২ কারবারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক ও নতুন ব্রিজ এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে রবিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১২টা পর্যন্ত বাকলিয়া থানার একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, প্রথম অভিযানে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর রোডের জি-ব্লকস্থ বিসমিল্লাহ স্টোরের সামনে চার রাস্তার মোড় থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি মোবাইল ক্রেন টয়োটা গাড়ীসহ একজন আসামিকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, একই রাতে নতুন ব্রিজ সংলগ্ন কে আর এস কনভেনশনের সামনে পাকা রাস্তার উপর পরিচালিত আরেক অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় একটি যাত্রীবাহী হানিফ পরিবহনের বাসসহ আরও একজন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধারকৃত মোট ৫৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য আনুমানিক দেড় কোটি টাকা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিএমপি কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow