বাকৃবির উদ্ভাবিত বায়োচার কোটেড ন্যানো ইউরিয়াতে অপচয় কমবে ২৫ শতাংশ

দেশের কৃষিতে দীর্ঘদিনের বড় সমস্যা ইউরিয়া সারের অপচয়। মাঠে প্রয়োগ করা ইউরিয়ার বড় একটি অংশ গাছ গ্রহণ করতে না পারায় তা বাতাসে উড়ে যায়। মাটির নিচে লিচিং হয়ে পানি দূষণ ঘটায় কিংবা গ্রিন হাউস গ্যাস হিসেবে পরিবেশের জন্য হুমকি তৈরি করে। এই সঙ্কটের টেকসই সমাধানে নতুন সম্ভাবনার কথা জানালেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক। তারা প্রথমবারের মতো ন্যানো বায়োচার (কার্বন) সমৃদ্ধ ন্যানো ইউরিয়া সার উদ্ভাবনের দাবি করেছেন, যা ব্যবহার করলে ইউরিয়া সারের অপচয় কমপক্ষে ২৫ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব হবে

বাকৃবির উদ্ভাবিত বায়োচার কোটেড ন্যানো ইউরিয়াতে অপচয় কমবে ২৫ শতাংশ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow