বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২৫ জানুয়ারি) একাধিক বিদেশি নম্বর থেকে তাদের দাপ্তরিক হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল এবং হুমকি দেওয়া হয়। এর মধ্যে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতার ফেসবুক আইডি থেকে পুলিশ সুপারকে ফোন করে গালাগাল ও হুমকি দেওয়ার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে থাকা অডিও কথোপকথনটি সঠিক বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র নিশ্চিত করেছে। অডিওতে শোনা যায়, ফোন রিসিভ করার পরপরই অপর প্রান্ত থেকে পুলিশ সুপারকে উদ্দেশ্য করে গালাগাল শুরু করা হয় এবং বলা হয়, ‘এই…কী করছস, সাদ্দামের লগে কী করছস…।’ এ সময় পুলিশ সুপারকে কোনো কথাই বলার সুযোগ দেওয়া হয়নি। হুমকিমূলক ফোন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, তিনি কয়েকটি ফোন কল পেয়েছেন। কারা এসব করছে, তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রোববার সকাল থেকে বিভিন্ন নম্বর থেকে হুমকিমূলক ফোন পাওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। তিনি বলেন, এটি অনভিপ্রেত। তবে আমি

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২৫ জানুয়ারি) একাধিক বিদেশি নম্বর থেকে তাদের দাপ্তরিক হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল এবং হুমকি দেওয়া হয়।

এর মধ্যে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতার ফেসবুক আইডি থেকে পুলিশ সুপারকে ফোন করে গালাগাল ও হুমকি দেওয়ার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে থাকা অডিও কথোপকথনটি সঠিক বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র নিশ্চিত করেছে।

অডিওতে শোনা যায়, ফোন রিসিভ করার পরপরই অপর প্রান্ত থেকে পুলিশ সুপারকে উদ্দেশ্য করে গালাগাল শুরু করা হয় এবং বলা হয়, ‘এই…কী করছস, সাদ্দামের লগে কী করছস…।’ এ সময় পুলিশ সুপারকে কোনো কথাই বলার সুযোগ দেওয়া হয়নি।

হুমকিমূলক ফোন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, তিনি কয়েকটি ফোন কল পেয়েছেন। কারা এসব করছে, তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রোববার সকাল থেকে বিভিন্ন নম্বর থেকে হুমকিমূলক ফোন পাওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। তিনি বলেন, এটি অনভিপ্রেত। তবে আমি মোটেও বিচলিত নই। যে বিষয়টি নিয়ে এমন করা হচ্ছে, সেখানে প্রশাসন সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়েই সংশ্লিষ্টদের পাশে ছিল। কে বা কারা বট নম্বর ব্যবহার করে এসব করছে, তা খতিয়ে দেখা হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ ও প্রশাসনের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বললেও রোববার সন্ধ্যা পর্যন্ত হুমকিমূলক ফোন কলের ঘটনায় থানায় কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) করার তথ্য পাওয়া যায়নি। কর্মকর্তারা ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘বিব্রতকর’ হিসেবে উল্লেখ করে বলেন, একটি দুঃখজনক ও হৃদয়বিদারক ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow