বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন 

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নে বিএনপির স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ভেতরে থাকা চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে ইউনিয়নের ব্যাংকের মোড় এলাকায় অবস্থিত ৭নং ওয়ার্ড বিএনপির অফিস খুলে ভেতরের পুড়ে যাওয়া দৃশ্য চোখে পড়ে। ধারণা করা হচ্ছে, গত বুধবার (২৬ নভেম্বর) গভীর রাতে অগ্নিসংযোগ করা হয়েছে।  স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, পরিকল্পিতভাবে অফিসে আগুন দেওয়া হলেও বাইরে থেকে সারাদিন কিছু বোঝা যায়নি। রাতে অফিস খুললে পুড়ে যাওয়ার দৃশ্য দেখা যায়।  কাড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা আলমগীর হোসেন বলেন, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি ভেতরের সবকিছু পুড়ে গেছে। এটি পরিকল্পিত ঘটনা। আমরা দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাব্বির হোসেন বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এর আগেও আমাদের বিভিন্ন অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ড হয়েছে। আমরা প্রশাসনের দ্রুত ব্যবস্থা আশা করছি। এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে

বাগেরহাটে বিএনপি কার্যালয়ে আগুন 

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নে বিএনপির স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ভেতরে থাকা চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে ইউনিয়নের ব্যাংকের মোড় এলাকায় অবস্থিত ৭নং ওয়ার্ড বিএনপির অফিস খুলে ভেতরের পুড়ে যাওয়া দৃশ্য চোখে পড়ে। ধারণা করা হচ্ছে, গত বুধবার (২৬ নভেম্বর) গভীর রাতে অগ্নিসংযোগ করা হয়েছে। 

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, পরিকল্পিতভাবে অফিসে আগুন দেওয়া হলেও বাইরে থেকে সারাদিন কিছু বোঝা যায়নি। রাতে অফিস খুললে পুড়ে যাওয়ার দৃশ্য দেখা যায়। 

কাড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা আলমগীর হোসেন বলেন, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি ভেতরের সবকিছু পুড়ে গেছে। এটি পরিকল্পিত ঘটনা। আমরা দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাব্বির হোসেন বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এর আগেও আমাদের বিভিন্ন অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ড হয়েছে। আমরা প্রশাসনের দ্রুত ব্যবস্থা আশা করছি।

এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow