বাবার সমাধির পাশে দাঁড়িয়ে মোনাজাত, আবেগে কাঁদলেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরার পরদিনই দলের প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শেরেবাংলা নগরে বাবার সমাধিতে দাঁড়িয়ে আবেগ সামলাতে না পেরে কিছু সময় নীরবে অশ্রুসিক্ত চোখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে সমাধি প্রাঙ্গণে পৌঁছান তারেক রহমান। আনুষ্ঠানিক দোয়া ও মোনাজাত শেষে তিনি আশপাশের নেতাকর্মীদের সরে যেতে অনুরোধ করেন এবং একান্তে কিছুক্ষণ বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেন। এ সময় তার আবেগঘন উপস্থিতি সেখানে থাকা অনেককেই আপ্লুত করে তোলে। পাশে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এর আগে দুপুর ২টা ৫০ মিনিটে গুলশানের বাসভবন থেকে শেরেবাংলা নগরের উদ্দেশে রওনা হন তিনি। পথে বিজয় সরণি এলাকায় নেতাকর্মীদের ভিড়ে গাড়িবহর কিছু সময়ের জন্য আটকে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বহরটি এগিয়ে নেওয়া হয়। উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। তাকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক

বাবার সমাধির পাশে দাঁড়িয়ে মোনাজাত, আবেগে কাঁদলেন তারেক রহমান
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরার পরদিনই দলের প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শেরেবাংলা নগরে বাবার সমাধিতে দাঁড়িয়ে আবেগ সামলাতে না পেরে কিছু সময় নীরবে অশ্রুসিক্ত চোখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে সমাধি প্রাঙ্গণে পৌঁছান তারেক রহমান। আনুষ্ঠানিক দোয়া ও মোনাজাত শেষে তিনি আশপাশের নেতাকর্মীদের সরে যেতে অনুরোধ করেন এবং একান্তে কিছুক্ষণ বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেন। এ সময় তার আবেগঘন উপস্থিতি সেখানে থাকা অনেককেই আপ্লুত করে তোলে। পাশে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এর আগে দুপুর ২টা ৫০ মিনিটে গুলশানের বাসভবন থেকে শেরেবাংলা নগরের উদ্দেশে রওনা হন তিনি। পথে বিজয় সরণি এলাকায় নেতাকর্মীদের ভিড়ে গাড়িবহর কিছু সময়ের জন্য আটকে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বহরটি এগিয়ে নেওয়া হয়। উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। তাকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা পর্যন্ত বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে ঢাকার বিভিন্ন সড়ক জনসমুদ্রে পরিণত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow