বার্সাকে উড়িয়ে দিল চেলসি, লেভারকুসেনে ‘স্তব্ধ’ সিটি
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বাজে সময় পার করছে বার্সেলোনা। চেলসির মাঠে তাদের কাছে ৩-০ গোলে রীতিতো বিধ্বস্ত হতে হয়েছে স্প্যানিশ ক্লাবটিকে। বার্সাকে হারিয়ে স্ট্যামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের গতি ফিরে পেল চেলসি। ম্যাচের তৃতীয় মিনিটেই এনজো ফার্নান্দেজ গোল করেছিলেন, তবে হাতের স্পর্শের কারণে ভিএআরে তা বাতিল হয়ে যায়। হুলেস কুন্দের আত্মঘাতী গোলে প্রথম লিড পায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের ১০ মিনিট পর দুর্দান্ত এক গোলের দেখা পায় চেলসি। এস্তেভাও প্রথমে পাও কুবারসিকে কাটিয়ে ভেতরে ঢোকেন, তারপর আলেহান্দ্রো বালদেকে চোখ ধাঁধানো ড্রিবলে হারিয়ে জোরালো শটে বল পাঠান বার্সার জালে। শেষদিকে বদলি হিসেবে মাঠে নেমে লিয়াম ডেলাপ করেন দলের তৃতীয় গোল। এদিকে, ঘরের মাঠে হেরেছে ম্যানচেস্টার সিটি। তাদের ২-০ গোলে স্তব্ধ করেছে জার্মানির বায়ার লেভারকুসেন। ম্যাচের ২৩ মিনিটে প্রথম ও ৫৪ মিনিটে দ্বিতীয় গোল হজম করে। তা আর শোধ করতে পারেনি। অন্য ম্যাচে মার্সেইয়ের বিপক্ষে ২-১ গোলে হেরেছে প্রিমিয়ার লিগের দল নিউক্যাসল ইউনাইটেড।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বাজে সময় পার করছে বার্সেলোনা। চেলসির মাঠে তাদের কাছে ৩-০ গোলে রীতিতো বিধ্বস্ত হতে হয়েছে স্প্যানিশ ক্লাবটিকে। বার্সাকে হারিয়ে স্ট্যামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের গতি ফিরে পেল চেলসি।
ম্যাচের তৃতীয় মিনিটেই এনজো ফার্নান্দেজ গোল করেছিলেন, তবে হাতের স্পর্শের কারণে ভিএআরে তা বাতিল হয়ে যায়। হুলেস কুন্দের আত্মঘাতী গোলে প্রথম লিড পায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধের ১০ মিনিট পর দুর্দান্ত এক গোলের দেখা পায় চেলসি। এস্তেভাও প্রথমে পাও কুবারসিকে কাটিয়ে ভেতরে ঢোকেন, তারপর আলেহান্দ্রো বালদেকে চোখ ধাঁধানো ড্রিবলে হারিয়ে জোরালো শটে বল পাঠান বার্সার জালে। শেষদিকে বদলি হিসেবে মাঠে নেমে লিয়াম ডেলাপ করেন দলের তৃতীয় গোল।
এদিকে, ঘরের মাঠে হেরেছে ম্যানচেস্টার সিটি। তাদের ২-০ গোলে স্তব্ধ করেছে জার্মানির বায়ার লেভারকুসেন। ম্যাচের ২৩ মিনিটে প্রথম ও ৫৪ মিনিটে দ্বিতীয় গোল হজম করে। তা আর শোধ করতে পারেনি। অন্য ম্যাচে মার্সেইয়ের বিপক্ষে ২-১ গোলে হেরেছে প্রিমিয়ার লিগের দল নিউক্যাসল ইউনাইটেড।
What's Your Reaction?