বার্সার ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পণ্ড অপ্রত্যাশিত হারে

5 days ago 12

ক্লাবের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী, ঘরের মাঠের দর্শকদের সামনে আনন্দ উদযাপনের সবরকম প্রস্তুতিই নিয়ে রেখেছিল বার্সেলোনা। তৈরি ছিল নতুন মাসকট। প্রতিপক্ষ লা লিগার তলানির দিকের দল লাস পালমাস, জয়টা বলতে গেলে নিশ্চিতই ছিল!

কিন্তু এমন এক রাতে বার্সার উদযাপনের আনন্দ মিলিয়ে গেলো অপ্রত্যাশিত এক হারে। ঘরের মাঠে লাস পালমাসের কাছে ২-১ গোলে হেরে গেলো লা লিগার টেবিল টপাররা। এ নিয়ে টানা তিন ম্যাচ জয়শূন্য রইলো হ্যান্সি ফ্লিকের দল।

ম্যাচে একের পর এক সুযোগ মিস করার খেসারত দিয়েছে বার্সা। ২৭টি শট নেয় তারা, যার মাত্র ৮টি ছিল লক্ষ্যে। গোল করতে পেরেছে একটিতে।

৪৯ মিনিটে সাবেক বার্সা স্ট্রাইকার সান্দ্রো রামিরাজের গোলেই এগিয়ে যায় লাস পালমাস। বার্সা অধিনায়ক রাফিনহা বলতে গেলে অপ্রতিরোধ্য এক শটে সমতা ফেরান ৬১ মিনিটে।

কিন্তু ৬ মিনিটের মাথায় আরও এক গোল হজম করে বসে বার্সা। ফ্যাবিও সিলভা লিগে তার পঞ্চম গোলটি করেন জাভি মুনোজের দুর্দান্ত এক পাস থেকে।

এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় ১৪ নম্বরে উঠে এসেছে লাস পালমাস। রোববার গেটাফের বিপক্ষে রিয়াল মাদ্রিদ জিতলে বার্সার সঙ্গে মাত্র ১ পয়েন্ট পেছনে থাকবে।

এমএমআর/জেআইএম

Read Entire Article