বার্সেলোনা শিবিরে দুঃসংবাদ, কোচের কপালে ভাঁজ

ইনজুরির ধাক্কা যেন কিছুতেই পিছুই ছাড়ছে না বার্সেলোনার। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে আবারও বড় আঘাত পেল কাতালানরা। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে এবার এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন মিডফিল্ডের প্রাণভোমরা পেদ্রি। ফলে লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে অন্তত সাত ম্যাচে এই স্প্যানিশ তারকাকে পাচ্ছেন না হান্সি ফ্লিক। দলের সর্বশেষ ম্যাচ শেষে মঙ্গলবার সকালে সিউতাত এসপোর্তিভায় মেডিকেল পরীক্ষায় অংশ নেন পেদ্রি। সেখানেই তার চোটের বিষয়টি নিশ্চিত করে ক্লাব। এক বিবৃতিতে জানানো হয়, স্লাভিয়া পারগার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। ক্লাবের ভাষ্য অনুযায়ী, ‘তার সেরে উঠতে প্রায় এক মাস সময় লাগবে।’ চলতি মৌসুমে এটি পেদ্রির তৃতীয় ইনজুরি। এর আগে চোটের কারণে ৫টি ম্যাচ মিস করেছিলেন তিনি, চারটি পেশির চোটে এবং একটি কাফে অস্বস্তির কারণে। নতুন এই ইনজুরিতে তালিকায় যোগ হচ্ছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। ওভিয়েদো, কোপেনহেগেন, এলচে, আলবাসেতে, মায়োরকা, জিরোনা ও লেভান্তের বিপক্ষে ম্যাচগুলোতে তাকে পাচ্ছেন না ফ্লিক। পাশাপাশি ফেব্রুয়ারির ১০, ১১ অথবা ১২ তারিখে অনুষ্ঠিত

বার্সেলোনা শিবিরে দুঃসংবাদ, কোচের কপালে ভাঁজ

ইনজুরির ধাক্কা যেন কিছুতেই পিছুই ছাড়ছে না বার্সেলোনার। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে আবারও বড় আঘাত পেল কাতালানরা। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে এবার এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন মিডফিল্ডের প্রাণভোমরা পেদ্রি। ফলে লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে অন্তত সাত ম্যাচে এই স্প্যানিশ তারকাকে পাচ্ছেন না হান্সি ফ্লিক।

দলের সর্বশেষ ম্যাচ শেষে মঙ্গলবার সকালে সিউতাত এসপোর্তিভায় মেডিকেল পরীক্ষায় অংশ নেন পেদ্রি। সেখানেই তার চোটের বিষয়টি নিশ্চিত করে ক্লাব। এক বিবৃতিতে জানানো হয়, স্লাভিয়া পারগার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। ক্লাবের ভাষ্য অনুযায়ী, ‘তার সেরে উঠতে প্রায় এক মাস সময় লাগবে।’

চলতি মৌসুমে এটি পেদ্রির তৃতীয় ইনজুরি। এর আগে চোটের কারণে ৫টি ম্যাচ মিস করেছিলেন তিনি, চারটি পেশির চোটে এবং একটি কাফে অস্বস্তির কারণে। নতুন এই ইনজুরিতে তালিকায় যোগ হচ্ছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। ওভিয়েদো, কোপেনহেগেন, এলচে, আলবাসেতে, মায়োরকা, জিরোনা ও লেভান্তের বিপক্ষে ম্যাচগুলোতে তাকে পাচ্ছেন না ফ্লিক। পাশাপাশি ফেব্রুয়ারির ১০, ১১ অথবা ১২ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা কোপা দেল রের প্রথম লেগ এবং চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফের প্রথম লেগও তার অনুপস্থিতিতে খেলতে হতে পারে, যদি বার্সা সরাসরি সেরা আটে উঠতে না পারে।

স্লাভিয়া পারগার বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধের একেবারে শুরুতে ২-২ সমতায় থাকা অবস্থায় হঠাৎই অস্বস্তিতে পড়েন পেদ্রি। এক চতুর্থাংশ সময় খেলার পরই মাঠে বসে পড়েন, দু'হাতে মাথা চেপে ধরে। চিকিৎসকরা প্রাথমিকভাবে পেশির সমস্যার আশঙ্কা করলে তাকে আর ঝুঁকি না নিয়ে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তখন।

পেদ্রির চোটের চিন্তায় কপালে ভাঁজ পড়েছে কাতালান কোচ হ্যান্সি ফ্লিকের। ম্যাচের শেষে তিনি বলেন, এটা দলের জন্য ভালো খবর নয়। তার ভাষায়, ‘তার চোট আসলে কতটা গুরুতর, আমি জানি না। তবে সমস্যাটা হ্যামস্ট্রিংয়ে। যা হওয়ার, হয়েছে। কখনও কখনও এসব ঘটে। আমি জানি না তাকে কতদিন বাইরে থাকতে হবে। এটা ভালো খবর নয়। দেখা যাক কী হয়।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow